নলাইন ডেস্ক :
‘মেঘলা’ এক প্রাণবন্ত মেয়ের গল্প, যে তার স্বামীর সঙ্গে পাহাড়ে বেড়াতে যায়। হঠাৎ করেই স্বামী আবিরকে হারিয়ে ফেলে সে। আবির হঠাৎ করে কোথায় হারিয়ে গেল, নাকি কেউ তাকে কিডন্যাপ করল! শুরু হয় আবিরকে খোঁজার পালা। এরপর হতে থাকে একটার পর একটা বিপর্যয়। মেঘলা কি আদৌ পারবে সেই সব ঝড়ঝাপটা সামলাতে, পারবে কি জীবনযুদ্ধে টিকে থাকতে? পাবে কি মেঘ সরিয়ে রোদের দেখা? মূলত এই গল্পেই এগোবে ছবির কাহিনি। ছবিতে মিথিলার সঙ্গে অভিনয়ে দেখা যাবে গৌরব চট্টোপাধ্যায়, অর্ণ মুখোপাধ্যায়, সায়ন ঘোষ, অমিত সাহাসহ অন্যদের। অর্ণব এর আগেও নারীকেন্দ্রিক ছবি পরিচালনা করেছিলেন। ‘অন্দরকাহিনী’র গল্প পছন্দ করেছিল দর্শক। এবারের ছবিও নারীকেন্দ্রিক। গল্প নির্বাচন থেকে কাস্টিং সবই যতœ নিয়ে করতে হয়েছে পরিচালককে। এদিকে আন্তর্জাতিক উন্নয়ন সংস্থায় কাজ করার সুবাদে পৃথিবীর বিভিন্ন দেশের, জনগোষ্ঠীর নারীদের সঙ্গে খুব কাছ থেকে কাজ করেছেন মিথিলা। তাই সমাজের বিভিন্ন স্তরের নারীদের প্রতিবন্ধকতা এবং একই সঙ্গে তাদের অদম্য শক্তির সঙ্গে পরিচিত অভিনেত্রী। যা হয়তো নারীরা নিজেরাই সবসময় মুখ ফুটে বলতে পারেন না বা বুঝতেও পারেন না। কিন্তু কোনোভাবে যখন তারা বুঝতে পারেন, তখন সেই শক্তির কাছে সব নেতিবাচক অপশক্তিকে হার মানতে হয়। ‘মেঘলা’ তেমনই এক লড়াকু মেয়ের গল্প। এই চরিত্রটা বেশ পছন্দের অভিনেত্রীর কাছে। তাই পরিচালকের এক কথাতেই রাজি হয়ে যান। ছবির সংগীতায়োজনের দায়িত্ব সামলাচ্ছেন রণজয় ভট্টাচার্য। খুব শিগগিরই মুক্তি পাবে এই ছবি।
আরও পড়ুন
ইউটিউব থেকে সরানো হলো শাকিবের ‘তুফান’
চিন্তিত অনন্যা পান্ডে
কনাকে নিয়ে সুখবর দিলেন আসিফ