November 17, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Saturday, January 22nd, 2022, 8:56 pm

ফেনীতে খুনের ঘটনায় গ্রেফতার ৩, আদালতে স্বীকারোক্তী

জেলা প্রতিনিধি, ফেনী :

ফেনীর দাগনভূঞা উপজেলাে উত্তর জায়লস্কর গ্রামে চলাচলের পথে ময়লা ফেলাকে কেন্দ্র করে গত শুক্রবার একজনকে পিটিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় ৩ আসামীকে গ্রেফতার করেছে দাগনভূঞা থানা পুলিশ।
পুলিশ সুত্রে জানা যায়, গত শুক্রবার দুপুরে ময়লা ফেলানোকে কেন্দ্র প্রথমে মহিলাদের মধ্যে ঝগড়া সৃষ্টি হয়। পরে ঝগড়ার একপর্যায়ে মারামারির ঘটনা ঘটে। মারামারিতে নুরুল আফছার (৪০) নামে একজনকে বেধড়ক লাঠিপেটা করে। একে নুরুল আফছার গুরুতর আহত হয়ে পড়লে স্থানীয়রা তাকে ফেনী সদর হাসপাতালে নিয়ে যায়।হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক নুরুল আফছারকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে দাগনভূঞা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আসামীদের আটক করে থানায় নিয়ে আসেন। এ ঘটনায় পুলিশ আজকে পর্যন্ত ৩ আসামীকে গ্রেফতার করেন। গ্রেফতারকৃক আসামীরা হলেন, মোঃ জনি(২০), মোঃ জাহিদুল ইসলাম(১৮), উভয় পিতা- সফিকুর রহমান, ও রোকেয়া বেগম লাইলী(৪৫), স্বামী-সফিকুর রহমান।
অপর আসামী সফিকুর রহমান(৬০) পলাতক রয়েছেন।
দাগনভূঞা থানার ওসি মো. হাসান ইমাম জানান, পুলিশ হক্যাকান্ডের সাথে জড়িত থাকার অভিযোগে ৩ আসামীকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করেন। এবং আদালতে ফৌঃ কাঃ বিঃ ১৬৪ ধারা মোতাবেক জবানবন্দি প্রদান করেন।