April 26, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Monday, November 15th, 2021, 8:27 pm

বরিশালে যাত্রীবাহী বাস থেকে ২০০ মণ জাটকা উদ্ধার

ছবি: সংগৃহীত

জেলা প্রতিনিধি:

বরিশালে তিনটি যাত্রীবাহী বাস থেকে ২০০ মণ জাটকা ইলিশ উদ্ধার করা হয়েছে। সোমবার (১৫ নভেম্বর) দুপুরে উদ্ধারকৃত জাটকা ইলিশ বিভিন্ন মাদ্রাসা ও এতিমখানায় বিতরণ করা হয়েছে। এর আগে সকাল সাড়ে ৬টায় দপদপিয়া সেতু সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে তিনটি যাত্রীবাহী বাস থেকে জাটকা উদ্ধার করা হয়। নৌ-পুলিশ বরিশাল অঞ্চলের পুলিশ সুপার কফিল উদ্দিন বলেন, জাটকা নিধন প্রতিরোধ অভিযানের অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান চালানো হয়। এ সময় বেপারি পরিবহন, চেয়ারম্যান পরিবহন ও ডলফিন পরিবহন থেকে ২০০ মণ জাটকা উদ্ধার করা হয়। মালিকানা দাবি না করায় জাটকার সঙ্গে জড়িত কাউকে আটক করা সম্ভব হয়নি। তিনি আরও বলেন, দুপুরে উদ্ধারকৃত জাটকা বরিশাল নৌ-বন্দর থানায় এনে নগরীর বিভিন্ন মাদ্রাসা ও এতিমখানায় বিতরণ করা হয়।
ভোলায় ট্রাক থেকে ৪শ কেজি জাটকা উদ্ধার: ভোলায় একটি মাছবাহী ট্রাক থেকে ১০ মণ অথাৎ ৪শ কেজি জাটক জব্দ করেছে কোস্টগার্ড দক্ষিণ জোনের সদস্যরা। গত রোববার রাতে ভোলা সদর উপজেলার খেয়াঘাট এলাকা থেকে এসব জাটকা জব্দ করা হয়। কোস্টগার্ড দক্ষিণ জোনের লে. কমান্ডার খন্দকার শাফকাত হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে ভোলার খেয়াঘাট এলাকায় আমরা অভিযান পরিচালনা করি। এ সময় ওই এলাকা দিয়ে ভেদুরিয়াগামী একটি মাছবাহী ট্রাকে তল্লাশি করে ৪শ কেজি জাটকা জব্দ করা হয়। পরে মৎস্য বিভাগের উপস্থিতিতে স্থানীয় এতিমখানা ও দুস্থদের মাঝে জব্দকৃত জাটকা বিতরণ করা হয়। তাদের অভিযান অব্যাহত রয়েছে বলে জানান তিনি।