জেলা প্রতিনিধি, সিরাজগঞ্জ (শাহজাদপুর):
সিরাজগঞ্জের শাহজাদপুরে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের নামে প্রতিষ্ঠিত রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে ২৯ সেপ্টেম্বর সকাল সাড়ে দশটায় প্রশাসনিক ভবন-১ এ প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৭তম জন্মদিন উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সভাপতি ড. মো: ফখরুল ইসলামের সভাপতিত্বে উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো: শাহ্ আজম।
প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষ্যে কেক কেটে অনুষ্ঠানের শুভ সূচনা করেন উপাচার্য প্রফেসর শাহ্ আজম বলেন শেখ হাসিনা তাঁর ক্যারিশমাটিক নেতৃত্বগুণে আজ বিশ্বনেতা হিসেবে পরিগণিত হয়েছেন। মানবতার কল্যাণে তাঁর ভূমিকা বিশ্বনন্দিত। অনেক প্রতিকুলতার মধ্যে পদ্মাসেতু নির্মাণ, তাঁর সাফল্যের মুকুটে আরেকটি পালক সংযোজন করেছে। আমরা তাঁর দীর্ঘায়ুও
সুস্বাস্থ্য কামনা করছি।
উল্লেখ্য যে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০১৫ সালে রবীন্দ্র স্মৃতিবিজড়িত শাহজাদপুরে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর বরুণ চন্দ্র রায়, বিভিন্ন বিভাগের চেয়ারম্যান, শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ।
আরও পড়ুন
এইচএসসির ফল প্রকাশ শিগগিরই: শিক্ষা মন্ত্রণালয়
আবাসিক হলে শিক্ষার্থীদের জন্য সকল ধরনের সুযোগ-সুবিধা রাখা হবে: বেরোবি উপাচার্য
তিন মাস পর ক্লাসে ফিরলেন ঢাবি শিক্ষার্থীরা