November 18, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Friday, November 19th, 2021, 8:23 pm

বাংলাদেশ-মালদ্বীপ সরাসরি ফ্লাইট চালু নতুন দিগন্তের সূচনা: পর্যটন প্রতিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক:

ঢাকা-মালে রুটে ইউএস-বাংলা এয়ারলাইন্সের সরাসরি ফ্লাইট চালুর মাধ্যমে বাংলাদেশ ও মালদ্বীপে আকাশপথে যোগাযোগের নতুন দিগন্তের সূচনা হলো বলে মন্তব্য করেছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী। তিনি বলেন, এ যোগাযোগ স্থাপনের মাধ্যমে বন্ধুপ্রতিম দুই দেশের জনগণের মধ্যে আরও গভীর সম্পর্ক হবে, প্রবাসীকর্মীরা সহজেই যাতায়াত করতে পারবে। ব্যবসা-বাণিজ্যের প্রসারের পাশাপাশি দুই দেশের পর্যটন বিকাশেও সহায়তা করবে। শুক্রবার (১৯ নভেম্বর) হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের অভ্যন্তরীণ টার্মিনাল ভবনে ঢাকা-মালে ফ্লাইট উদ্বোধন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। ঢাকা-মালে রুটে সরাসরি ফ্লাইট চালুর জন্য ইউএস-বাংলা এয়ারলাইন্সকে ধন্যবাদ জানিয়ে প্রতিমন্ত্রী আরও বলেন, এভিয়েশন সেক্টরে নতুন নতুন রুটে ফ্লাইট চালুর মাধ্যমে তারা জাতীয় অর্থনীতিতে অবদান রাখবে। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশে মালদ্বীপের হাইকমিশনার শিরুজিমাথ সামির ও বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের সদস্য (পরিচালন ও পরিকল্পনা) এয়ার কমোডর সাদিকুর রহমান চৌধুরী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউএস-বাংলা এয়ারলাইন্সের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন। উল্লেখ্য ঢাকা থেকে মালদ্বীপের রাজধানী মালেতে সরাসরি ফ্লাইট পরিচালনা শুরু করেছে বেসরকারি বিমানপরিবহন সংস্থা ইউএস-বাংলা এয়ারলাইন্স। দশম আন্তর্জাতিক রুট হিসেবে ইউএস-বাংলার বিমান বহরে দক্ষিণ এশিয়ার অন্যতম গন্তব্য মালে অন্তর্ভুক্ত হলো। করোনাকালীন সব ধরনের স্বাস্থ্যবিধি মেনে দু-দেশের রাষ্ট্রীয় সিদ্ধান্ত অনুযায়ী ইউএস-বাংলা এয়ারলাইন্স ঢাকা থেকে মালে ফ্লাইট পরিচালনা শুরু করেছে। ১৬৪ আসনের বোয়িং ৭৩৭-৮০০ এয়ারক্রাফট দিয়ে উদ্বোধনী ফ্লাইট পরিচালনা করা হয়। প্রাথমিকভাবে সপ্তাহে তিনদিন (মঙ্গল, শুক্র ও রোববার) ঢাকা থেকে সরাসরি মালে ফ্লাইট পরিচালিত হবে। ইউএস-বাংলা এয়ারলাইন্সের ফ্লাইট প্রতি মঙ্গলবার ঢাকা থেকে সকাল ১১টা ১০ মিনিটে মালের উদ্দেশ্যে ছেড়ে যাবে। স্থানীয় সময় দুপুর ২টা ৩৫ মিনিটে ফ্লাইটটি মালেতে অবতরণ করবে। একই দিন বিকাল ৩টা ৩৫ মিনিটে মালে থেকে উড্ডয়ন করে রাত ৮টা ৩৫ মিনিটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে। এছাড়া প্রতি শুক্রবার (১৯ নভেম্বর) ঢাকা থেকে সকাল ১০টা ৪৫ মিনিটে যাবে এবং স্থানীয় সময় দুপুর ২টা ১৫ মিনিটে মালেতে অবতরণ করবে। একই দিন বিকাল ৩টা ১৫ মিনিটে মালে থেকে ছেড়ে আসবে এবং রাত ৮টা ১৫ মিনিটে ঢাকায় অবতরণ করবে। এছাড়াও প্রতি রোববার ঢাকা থেকে সকাল ৯টা ৩০ মিনিটে উড্ডয়ন করে স্থানীয় সময় দুপুর ১২টা ৫০ মিনিটে মালেতে অবতরণ করবে। একই দিন দুপুর ১টা ৫৫ মিনিটে মালে থেকে উড্ডয়ন করে সন্ধ্যা ৬টা ৫৫ মিনিটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে। প্রাথমিকভাবে ঢাকা-মালে রুটে সব প্রকার ট্যাক্স ও সারচার্জসহ ওয়ানওয়ের নূন্যতম ভাড়া ২৯ হাজার ৫০৮ টাকা। এ ছাড়া রিটার্ন ভাড়া ৪৫ হাজার ৫৪৫ টাকা নির্ধারণ করা হয়েছে। এছাড়া মালদ্বীপ ভ্রমণে ইউএস-বাংলা হলিডে প্যাকেজও ঘোষণা করেছে। ইউএস – বাংলা এয়ারলাইন্সের বিমান বহরে চারটি বোয়িং ৭৩৭-৮০০ ও সাতটি ব্র্যান্ডনিউ এটিআর ৭২-৬০০ সহ মোট ১৪টি এয়ারক্রাফট রয়েছে। ভ্রমণ পিপাসু বাংলাদেশি পর্যটক ও মালদ্বীপে অবস্থানরত প্রবাসী বাংলাদেশিদের বহুদিনের প্রত্যাশা পূরণ করেছে দেশের বৃহৎ বেসরকারি এয়ারলাইন্স ইউএস-বাংলা। বন্ধুপ্রতিম রাষ্ট্র হিসেবে মালদ্বীপে বাংলাদেশি এয়ারলাইন্স হিসেবে ইউএস-বাংলার ফ্লাইট পরিচালনার সিদ্ধান্ত দু’দেশের বন্ধনকে আরও বেশি সুদৃঢ় করবে। এ ছাড়া দু’দেশের পর্যটন শিল্পকে আরও বেশি গতিশীল করে তুলবে। মালদ্বীপের নয়নাভিরাম সৌন্দর্য্য উপভোগ করার জন্য বাংলাদেশি পর্যটক ছাড়াও মালদ্বীপের বিভিন্ন অঞ্চলে লক্ষাধিক প্রবাসী বাংলাদেশশি রয়েছে। ইউএস-বাংলা কর্তৃপক্ষ মনে করছে সে সকল যাত্রীদের কাছে ঢাকা-মালে রুট অনেক বেশি আকর্ষণীয় হয়ে উঠবে।