অনলাইন ডেস্ক :
এমনটা তো হওয়ারই কথা। খেলোয়াড়ী জীবনে যে ক্লাবটায় পেয়েছেন বেশিরভাগ সাফল্য। তার দুর্দিনে পাশে না দাঁড়ালে চলে? ভালোবাসার ক্লাব বলে কথা! তাই পাশে দাঁড়াতে গিয়ে লোভনীয় প্রস্তাবেও সাড়া দেননি জাভি হার্নান্দেজ। বার্সেলোনায় ফিরতে ব্রাজিলের মতো দলকে কোচিং করার প্রস্তাব ফেলে এসেছেন তিনি! কোচ হিসেবে সোমবার আনুষ্ঠানিক পরিচয় পর্বের দিন এমন তথ্য জানান জাভি, ‘ব্রাজিলিয়ান ফেডারেশনের সঙ্গে আমার কথা হয়েছে। ওরা চেয়েছিল শুরুতে তিতের সহকারী হতে। কাতার বিশ্বকাপের পর অবশ্য পুরো দায়িত্ব নিতে হতো।’ নেইমারদের কোচিংয়ের প্রস্তাব পেয়েও কেন জাভি রাজি হলেন না? উত্তরটা কিন্তু তার কথার মধ্যেই লুকিয়ে, ‘আমার অনেক দিনের ইচ্ছে ছিল- বার্সেলোনায় ফেরা। সঠিক সময়ের অপেক্ষা করছিলাম। আমার মনে হয়েছে সিদ্ধান্ত নেওয়ার এটাই সঠিক সময়। কারণ আমি এখন পুরোপুরি প্রস্তুত।’ অবশ্য এমনও নয় যে বার্সা তার কাছে আগে দ্বারস্থ হয়নি। গত বছর কোচিংয়ের প্রস্তাব দিলেও জাভি তাতে সাড়া দেননি শুধু মাত্র মানসিকভাবে প্রস্তুত নন বলে। তবে ঘরের ছেলে ঘরে ফেরায় বার্সার ভক্ত-সমর্থকরা এখন ভীষণ আনন্দিত। তাকে স্বাগত জানাতে সহ¯্রাধিক ভক্ত সেদিন ন্যু ক্যাম্পেও উপস্থিত হয়েছিলেন। তাদের এখন একটাই প্রত্যাশা, মেসি চলে যাওয়ার পর দুর্দশাগ্রস্ত ক্লাবটির ভাগ্য ফেরাতে জাভি গুরু দায়িত্ব পালন করবেন!
আরও পড়ুন
কানপুর টেস্টে মুমিনুলের সেঞ্চুরি, বাংলাদেশের সংগ্রহ ২৩৩ রান
আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার বিয়য়ে যা বললেন তামিম
অক্টোবরে বাংলাদেশে সফরে আসছে দক্ষিণ আফ্রিকা