November 15, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Tuesday, February 14th, 2023, 4:25 pm

বেরোবিতে সমাজবিজ্ঞান ও রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন

নিজস্ব প্রতিবেদক, রংপুর :

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুরে সমাজবিজ্ঞান বিভাগ এবং রাষ্ট্রবিজ্ঞান বিভাগে পৃথকভাবে প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন করা হয়েছে। মঙ্গলবার সকালে ক্যাম্পাসের রাসেল চত্বরে সমাজবিজ্ঞান বিভাগের ১৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রধান অতিথি হিসেবে কেক কাটেন উপাচার্য প্রফেসর ড. মোঃ হাসিবুর রশীদ। অপরদিকে একাডেমিক ভবন-৩ এর সামনে রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ১২তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে অংশ নিয়ে কেক কাটেন উপাচার্য। এসময় সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন ও রাষ্ট্রবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান মোঃ শরিফুল ইসলাম, বেরোবি শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মোঃ আসাদুজ্জামান মন্ডল আসাদ, ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক (চলতি দায়িত্ব) মোঃ নুরুজ্জামান খান, সমাজবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান মুহাম্মদ ইলিয়াসসহ দুই বিভাগের শিক্ষক-শিক্ষার্থী উপস্থিত ছিলেন। পরে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিভাগ দুটি পৃথকভাবে আনন্দ শোভাযাত্রা বের করে। এদিকেশীতের রিক্ততা ভেঙে বাতাসের আবহে অনুভূত হচ্ছে বসন্তের ছোঁয়া। দিকে দিকে রঙিন ফুলের সমারোহ আর দখিনা হাওয়া জানান দিচ্ছে ঋতুরাজ বসন্তের আগমন। নয়ন জুড়ানো প্রকৃতির মাঝে বাঙালির সার্বজনীন প্রাণের এই উৎসবে শামিল হতে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুরের উদ্যোগে আগামী বৃহস্পতিবার বসন্ত উৎসব উদযাপন করা হবে। এ উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের ১ নম্বর খেলার মাঠে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। উক্ত বসন্ত উৎসব আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সাবেক সংস্কৃতিমন্ত্রী ও বরেণ্য সাংস্কৃতিক ব্যক্তিত্ব আসাদুজ্জামান নূর এমপি। বসন্ত উৎসব অনুষ্ঠানমালার জন্য ব্যানার, ফেস্টুন ও আলপনার বর্ণিল রঙে ক্যাম্পাস সাজানোর প্রস্তুতি নেওয়া হয়েছে।