অনলাইন ডেস্ক :
দুজনই ক্যারিবীয় দ্বীপপুঞ্জের ত্রিনিদাদ থেকে উঠে আসা বিখ্যাত ক্রিকেটার। আইপিএলের সৌজন্যে এখন প্রতিপক্ষ হিসেবে খেলছেন। মাঠের বাইরে একে অপরের ভীষণ ভালো বন্ধু। তবে মাঠে নামলেই সেই বন্ধুত্ব একেবারে উধাও হয়ে যায়। বৃহস্পতিবার মুম্বাই ইন্ডিয়ান্স বনাম চেন্নাই সুপার কিংস ম্যাচে আবারও সেই প্রতিদ্বন্দ্বিতা দেখা গেল। পাশাপাশি দেখা গেল দুজনের সম্প্রীতিও। মুম্বাইয়ের ইনিংসের ১৪তম ওভারে ব্যাটিংয়ে নামেন কায়রন পোলার্ড। বোলার ছিলেন তারই স্বদেশি ডিজে ব্র্যাভো। ওভারের শেষ বলটি এগিয়ে গিয়ে খেলতে যান পোলার্ড। তবে নিজের পরিকল্পনায় সফল হননি তিনি। শেষ পর্যন্ত বলটি সোজা ব্যাটে ডিফেন্ড করতে তিনি বাধ্য হন। বল চলে যায় ব্র্যাভোর হাতে। বল পেয়েই ব্র্যাভো সোজা পোলার্ডের মুখের দিকে ছুড়ে মারেন! পোলার্ড নিজের ব্যাট দিয়ে সেই বলকে কোনো রকমে আটকে দেন। এরপর পোলার্ডকে দেখা যায়, ব্র্যাভোর দিকে তেড়ে যেতে! সবাই যখন একটা কথার লড়াই দেখার অপেক্ষায়, তখনই সেই আশায় জল ঢেলে ব্র্যাভোর মাথায় চুমু খান পোলার্ড। দুই উইন্ডিজ তারকার এই সম্প্রীতি মাঠের উত্তপ্ত পরিস্থিতিকে কিছু সময়ের জন্য হলেও শীতল করে দেয়। বেশ কয়েক বছর আগে ব্র্যাভো মুম্বাইয়ের হয়ে খেলতেন। সেই সময় তিনিই ফ্র্যাঞ্চাইজিকে বলেছিলেন পোলার্ডকে দলে নিতে। পোলার্ড-মুম্বাইয়ের বন্ধন আজও অটুট এবং ব্র্যাভো-পোলার্ডের বন্ধুত্বেও সামান্য চিড় ধরেনি।
আরও পড়ুন
কানপুর টেস্টে মুমিনুলের সেঞ্চুরি, বাংলাদেশের সংগ্রহ ২৩৩ রান
আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার বিয়য়ে যা বললেন তামিম
অক্টোবরে বাংলাদেশে সফরে আসছে দক্ষিণ আফ্রিকা