November 17, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Tuesday, March 14th, 2023, 8:08 pm

ভারতের বিপক্ষে অস্ট্রেলিয়ার অধিনায়ক স্মিথ

অনলাইন ডেস্ক :

প্যাট কামিন্সের মায়ের মৃত্যুর পর এটা ধরেই নেওয়া হয়েছিল যে ওয়ানডে সিরিজেও তাকে পাওয়া যাচ্ছে না। তাই ভারতের বিপক্ষে ওয়ানডে সিরিজে স্টিভেন স্মিথকে অধিনায়কের দায়িত্ব দেওয়া হয়েছে। পূর্ণকালীন অধিনায়কত্বের সময় এই ব্যাটার ৫১টি ওয়ানডেতে অজিদের হয়ে নেতৃত্ব দিয়েছেন। দিল্লিতে দ্বিতীয় টেস্টের পর ভারত সফর অপূর্ণ রেখে দেশে ফিরে যান কামিন্স। বাকি দুই টেস্টে তার অনুপস্থিতিতে দলের অধিনায়কের দায়িত্ব পালন করেছেন স্মিথ। এই অবস্থায় কামিন্স না থাকায় তার বদলি কারও নামও ঘোষণা করা হবে না। তাতে স্কোয়াডের সদস্য সংখ্যা দাঁড়িয়েছে ১৫ জনে। তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শুরু হবে আগামী শুক্রবার। স্মিথ ভারপ্রাপ্ত হিসেবে দায়িত্ব পাওয়ায় শেষ ৫ ওয়ানডেতে ৪জনকে অধিনায়ক হিসেবে পেয়েছে অস্ট্রেলিয়া। সেপ্টেম্বরে অ্যারন ফিঞ্চ অবসরে গেছেন। তার স্থলাভিষিক্ত হয়েছেন কামিন্স। যদিও নভেম্বরে ইংল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ম্যাচে তাকে বিশ্রাম দেওয়ায় অধিনায়কের ভার বর্তায় জশ হ্যাজেলউডের ওপর। এই সিরিজে অবশ্য চোটের কারণে তিনি নেই। তার পরেও ভারতের বিপক্ষে অলরাউন্ডার নির্ভর শক্তিশালী দল বেছে নিয়েছে অজি দল। নভেম্বরে পা ভেঙে যাওয়ার পর দলে ফিরেছেন গ্লেন ম্যাক্সওয়েল। অবশ্য এটা নিশ্চিত নয় তিনি সবগুলো ম্যাচে খেলবেন কিনা। সুস্থ হয়ে ফিরেছেন ডেভিড ওয়ার্নারও।
ভারতের বিপক্ষে অস্ট্রেলিয়ার ওয়ানডে স্কোয়াড: ডেভিড ওয়ার্নার, ট্রাভিস হেড, স্টিভেন স্মিথ (অধিনায়ক), মার্নাস লাবুশেন, মিচেল মার্শ, মার্কাস স্টয়নিস, অ্যালেক্স ক্যারি, গ্লেন ম্যাক্সওয়েল, ক্যামেরন গ্রিন, জশ ইংলিস, শন অ্যাবট, অ্যাশটন অ্যাগার, মিচেল স্টার্ক, নাথান এলিস ও অ্যাডাম জাম্পা।