November 17, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Friday, March 31st, 2023, 8:01 pm

ভারতের সামনে পাকিস্তান মাথা নত করেছে: রশিদ

অনলাইন ডেস্ক :

এশিয়া কাপ খেলতে পাকিস্তানে না যাওয়ার সিদ্ধান্তে অটল ভারত। সমস্যার সমাধানে তাদের ম্যাচগুলো নিরপেক্ষ ভেন্যুতে আয়োজনে পাকিস্তান ক্রিকেট বোর্ড রাজি বলে শোনা যাচ্ছে। এই খবরে ভীষণ ক্ষেপেছেন দেশটির সাবেক অধিনায়ক রশিদ লতিফ। তার মতে, ভারতের ক্রিকেট বোর্ড বিসিসিআইয়ের সামনে নতিস্বীকার করেছে পিসিবি। আইসিসির ভবিষ্যত সফরসূচি অনুযায়ী আগামী সেপ্টেম্বরে পাকিস্তানে বসবে এশিয়া কাপের ষোড়শ আসর। কিন্তু রাজনৈতিক শীতল সম্পর্কের কারণে প্রতিবেশী দেশে যেতে চায় না ভারত। তাই ভারতের ম্যাচগুলো পাকিস্তানের বাইরের আয়োজনের কথা ভাবছে এশিয়ান ক্রিকেট কাউন্সিল। পিসিবিও নাকি এতে সায় দিয়েছে। যদিও এখনও আনুষ্ঠানিক কোনো ঘোষণা দেয়নি এসিসি। ভারতের ম্যাচগুলোর জন্য নিরপেক্ষ ভেন্যু হিসেবে বিবেচনায় আছে সংযুক্ত আরব আমিরাত, শ্রীলঙ্কা, ওমান, এমনকি ইংল্যান্ডও। ভারত ফাইনাল খেললে সেই ম্যাচও হতে পারে নিরপেক্ষ ভেন্যুতে। নিয়ে ভারতের এশিয়া কাপ এমন সিদ্ধান্তের কারণে পাকিস্তানও বিশ্বকাপ খেলতে প্রতিবেশী দেশে যেতে রাজি নয়। আগামী অক্টোবর-নভেম্বরে ভারতে অনুষ্ঠিত হবে ওয়ানডের ত্রয়োদশ বৈশ্বিক আসর। গণমাধ্যমের খবর, পাকিস্তানের বিশ্বকাপ ম্যাচগুলোও নিরপেক্ষ ভেন্যুতে আয়োজন করতে আইসিসিকে প্রস্তাব দিয়েছে পিসিবি। নিজের ইউটিউব চ্যানেল ‘কট বিহাইন্ড’-এ পাকিস্তানের সাবেক কিপার-ব্যাটসম্যান লতিফ বলেন, বিশ্বকাপ নিয়ে নিজেদের সিদ্ধান্তে অটল থাকতে পারে কিনা পিসিবি, সেটাই এখন দেখার। “ভারতের সামনে আনুষ্ঠানিকভাবে মাথা নত করেছে পিসিবি। এখন তারা মিডিয়ার সামনে যা কিছুই বলুক (বিশ্বকাপ নিয়ে), ওইসবের কোনো মূল্য নেই।” এশিয়া কাপ নিয়ে নতুন আরেক খবরও গণমাধ্যমে এসেছে। বিসিসিআইয়ের এক সূত্রের বরাত দিয়ে পিটিআই লিখেছে, পুরো এশিয়া কাপও পাকিস্তান থেকে সংযুক্ত আরব আমিরাত কিংবা কাতারে সরিয়ে নেওয়া হতে পারে।