May 9, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Wednesday, March 6th, 2024, 9:30 pm

ভারতে গঙ্গার নিচে ছুটল মেট্রো

অনলাইন ডেস্ক :

ভারতের পশ্চিমবঙ্গের কলকাতায় প্রথমবারের মতো চালু হলো পানির নিচ দিয়ে মেট্রোরেল। বুধবার (৬ মার্চ) কলকাতার এসপ্ল্যানেড মেট্রো স্টেশন থেকে গঙ্গা নদীর নিচ দিয়ে চলা মেট্রোরেলের উদ্বোধন করেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। দেশটির রেল কর্তৃপক্ষ বলছে, এই রুটে হাওড়া জেলা থেকে খুব সহজেই কলকাতায় যাতায়াত করা যাবে। বাণিজ্যিকভাবে শুরু হওয়া এই পরিষেবা হুগলী নদীর তলদেশে ৫২০ মিটারের সুড়ঙ্গ পার হতে সময় লাগবে মাত্র ৪৫ সেকেন্ড। হাওড়া মেট্রো স্টেশন থেকে গঙ্গার নিচ দিয়ে দক্ষিণেশ্বর স্টেশনে পৌঁছতে লাগবে ৩০ টাকা।

এদিন সকাল থেকে সাজ সাজ রব ছিল এসপ্ল্যানেড স্টেশনে। সকালে রাজভবন থেকে এই স্টেশনে আসেন প্রধানমন্ত্রী। রুবি থেকে গড়িয়া এবং তারতলা থেকে মাঝেরহাট মেট্রো প্রকল্পেরও উদ্বোধন করেন তিনি। অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস, রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার এবং রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। কলকাতার পাশাপাশি দেশের একাধিক মেট্রো প্রকল্পের এদিন উদ্বোধন করেন মোদি। উল্লেখ্য, ১৯৮৪ সালে ভারতে প্রথম মেট্রোরেল চালু হয় কলকাতাতেই।