অনলাইন ডেস্ক :
ভারতে চলন্ত ট্রেনে রেলওয়ে কনস্টেবলের গুলিতে তার এক সহকর্মীসহ চারজন নিহত হয়েছেন। তাদের মধ্যে একজন পুলিশ কর্মকর্তা, ট্রেনটির এক কর্মী ও দুজন সাধারণ যাত্রী রয়েছেন। স্থানীয় সময় সোমবার (৩১ জুলাই) ভোর ৫টা ২৩ মিনিটে জয়পুর এক্সপ্রেস নামের ট্রেনে এ ঘটনা ঘটে। এ ঘটনায় অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। ট্রেনটি পালঘর স্টেশন দিয়ে যাচ্ছিল। ওই সময় হঠাৎ করে ওই পুলিশকর্মী তার বন্দুক দিয়ে এলোপাতাড়ি গুলি চালাতে শুরু করেন। জয়পুর এক্সপ্রেসের বি ফাইভ কোচে যাত্রীদের নিরাপত্তার দায়িত্বে ছিলেন চেতন সিং।
তিনি প্রথমে আরপিএফের সহকারী উপপরিদর্শক (এএসআই) টিকা রাম মেনাকে গুলি করে হত্যা করেন। এরপর আরেকটি কামরায় চলে গিয়ে অন্য তিন যাত্রীকে গুলি করেন। চারজনকে হত্যার পরই ট্রেনের চেন টেনে তিনি পালানোর চেষ্টা করেন। তবে তাকে সঙ্গে সঙ্গে গ্রেপ্তার এবং অস্ত্র জব্দ করা হয়েছে। স্থানীয় পুলিশ সূত্র জানিয়েছে, মানসিকভাবে অসুস্থ ছিলেন চেতন সিং। বেশ কিছুদিন ধরেই তিনি ছুটি চাইছিলেন। এদিকে ঘটনার পর ট্রেনটি বরিভালি স্টেশনে দাঁড় করানো হয়। সেখান থেকে মরদেহগুলো ময়নাতদন্তের জন্য স্থানীয় বাবাসাহেব অম্বেডকর হাসপাতালে পাঠানো হয়েছে। সূত্র : এনডিটিভি, টাইমস অব ইন্ডিয়া
আরও পড়ুন
গাজায় গত একদিনে নিহত ৫২
তীব্রতর হচ্ছে ইসরায়েলি হামলায় লেবাননে যুদ্ধ
হারিকেন হেলেনে যুক্তরাষ্ট্রে অন্তত ৯০ জনের মৃত্যু