November 15, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Monday, October 11th, 2021, 8:07 pm

ভারত-পাকিস্তান ম্যাচকে আলাদা চোখে দেখছেন রিজওয়ান

অনলাইন ডেস্ক :

আগামী ২৪ অক্টোবর ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ মিশন শুরু করবে পাকিস্তান। নিঃসন্দেহে সেটিই হবে বিশ্বকাপের সবচেয়ে হাইভোল্টেজ ম্যাচ। ওই ম্যাচ নিয়ে ক্রিকেট মহলে উত্তেজনাও আকাশ ছোয়া। তবে পাকিস্তান দলের উইকেটরক্ষক-ব্যাটার মোহাম্মদ রিজওয়ান ভারত-পাকিস্তান ম্যাচকে আলাদা চোখে দেখছেন না। এই ম্যাচ নিয়ে তার দল বাড়তি কোনো চাপ নিচ্ছে না বলেও জানান রিজওয়ান। রাজনৈতিক কারণে ২০১৩ সাল থেকে ভারত-পাকিস্তান দ্বিপাক্ষিক সিরিজ হচ্ছে না। আইসিসি ইভেন্ট ছাড়া ভারত-পাকিস্তান লড়াইও দেখা যায় না। টি-টোয়েন্টি বিশ্বকাপের সপ্তম আসরে আবারো দেখা যাবে ভারত-পাকিস্তান ম্যাচ। ওই ম্যাচকে ঘিরে উত্তেজনা দিন-দিন বাড়ছে। তবে ভারত-পাকিস্তান ম্যাচকে অন্য ১০টা ম্যাচের মতই নিতে চান রিজওয়ান। ইউটিউবে এক লাইভ সেশনে তিনি বলেন, ‘ভারত-পাকিস্তান ম্যাচকে আলাদা চোখে দেখছি না। এই ম্যাচটা নিয়ে উত্তেজনা সৃষ্টি করছে গণমাধ্যম আর দুই দেশের সমর্থকরা।’ ২০১৫ সালে পাকিস্তানের জার্সিতে আন্তর্জাতিক ম্যাচ শুরু করেছিলেন রিজওয়ান। এরপর ফর্মহীনতায় দল থেকে বাদ পড়েন। তবে গত দুই বছরে পাকিস্তানের ব্যাটিং লাইনআপের অন্যতম শক্তি রিজওয়ান। ভারতের বিপক্ষে ম্যাচ নিয়ে চাপ নেয়াতে অতীতে হারতে হয়েছে- মন্তব্য করে তিনি বলেন, ‘ভারতের সাথে খেলতে হবে ভেবে নিজেদের চাপে ফেলতে চায় না দলের ক্রিকেটাররা। সেটা করতে গিয়ে অতীতে আমাদের ক্ষতি হয়েছে। আমরা আইসিসি ইভেন্টে অনেক ম্যাচ হেরেছি।’ সংযুক্ত আরব আমিরাতে নিজেদের ঘরের মাঠ বানিয়ে বহু আন্তর্জাতিক ম্যাচ খেলেছে পাকিস্তান। তাই ক্রিকেট বিশেষজ্ঞদের মতে, মরুর দেশের কন্ডিশনের সুবিধা তারা বিশ্বকাপে কাজে লাগবে। কিন্তু সেটি মানতে চান না রিজওয়ান। তিনি বলেন, ‘আমি বিশ্বাস করি না, আরব আমিরাতে পাকিস্তান বা অন্য কোনো দল বিশেষ সুবিধা পাবে। এটা ঠিক, আরব আমিরাতে আমরা নিয়মিত খেলছি, আমাদের অভিজ্ঞতাও অনেক। অনেকেই বলে, আমিরাতে ম্যাচ মানে নিজেদের মাঠে খেলা। ব্যক্তিগত ভাবে এই ধরনের মন্তব্যকে সমর্থন করি না। তার কারণ সেখানকার উইকেট অস্ট্রেলিয়া বা অন্য কোনো দেশ থেকে মাটি এনে তৈরি হয়েছে।’