April 26, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Friday, February 17th, 2023, 12:53 pm

ভাষা নিয়ে ভাষার মাসে বিভাগীয় লেখক পরিষদের বিশেষ আয়োজন

.
নিজস্ব প্রতিবেদক, রংপুর :

মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বিভাগীয় লেখক পরিষদ, রংপুর আয়োজন করেছে শুদ্ধ বানান প্রতিযোগিতা। শিক্ষার্থী ও জনসাধারণের মাঝে শুদ্ধ বানান বিষয়ে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে সংগঠনের পক্ষ থেকে এই আয়োজন করা হয়। শুক্রবার সকালে বিভিন্ন প্রতিষ্ঠানের শতাধিক শিক্ষার্থী এই প্রতিযোগিতায় অংশ নেন। মোট চারটি গ্রুপে তৃতীয় থেকে ষষ্ঠ, সপ্তম থেকে দশম, একাদশ ও দ্বাদশ এবং স্নাতক শ্রেণি থেকে ঊর্ধ্বে যে কোনো মানুষের এতে অংশগ্রহণ করেন। প্রতিটি গ্রুপ থেকে মোট তিনজন করে বিজয়ী নির্বাচন করে অনুষ্ঠানস্থলেই তাদের হাতে ক্রেস্ট, সনদপত্র, বই এবং উপহার সামগ্রী তুলে দেওয়া হয়। বিভাগীয় লেখক পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি কাজী মো. জুননুনের সভাপতিত্বে অনুষ্ঠানের উদ্বোধন করেন রংপুর মেট্রোপলিটন পুলিশের উপ পুলিশ কমিশনার আবু বকর সিদ্দিক। প্রধান বিচারকের দায়িত্ব পালন করেন, সরকারি বেগম রোকেয়া কলেজের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. এ আই এম মুসা। সম্মানিত অতিথি ছিলেন, শিক্ষাবিদ ও সংগঠক অধ্যক্ষ খন্দকার ফখরুল আনাম বেঞ্জু, বাচিশিল্পী অধ্যক্ষ রেজিনা সাফরিন।
শুদ্ধ বানান প্রতিযোগিতা উপকমিটির আহ্বায়ক মজনুর রহমান ও সদস্য সচিব মনিরা আক্তার এর সার্বিক পরিচালনায় পুরো আয়োজনে সহযোগী ছিলেন, সাধারণ সম্পাদক জাকির আহমদ, যুগ্ম সাধারণ সম্পাদক শামসুজ্জামান সোহাগ, সহসাংগঠনিক সম্পাদক মুস্তাফিজ রহমান, অর্থ বিষয়ক সম্পাদক শরিফুল আলম অপু, রংপুর জেলা কমিটির সভাপতি এটিএম মোর্শেদ, সিনিয়র সহসভাপতি হাই হাফিজ, সহসভাপতি শিখা রানী, যুগ্মসাধারণ সম্পাদক ধ্রুবক রাজ, সাংগঠনিক সম্পাদক এস এম ইতি, লালমনিরহাট জেলা কমিটির সহসভাপতি আব্দুস সালাম, কিশোরবন্ধু সমন্বয়ক দেলোয়ার হোসেন, সোহানুর রহমান শাহীন, সানু তাসনিম, তম বিভাবরী প্রমুখ।

ফলাফল :
ক গ্রুপ
প্রথম স্থান: উম্মে মহিমা ইসলাম মোহনা, পুলিশ লাইনস স্কুল এন্ড কলেজ, রংপুর
দ্বিতীয় স্থান: মিফতাহুল জান্নাত, ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ, রংপুর
তৃতীয় স্থান: সূপর্ণ লাহিড়ী, দ্যা মিলেনিয়াম স্টার্ট স্কুল এন্ড কলেজ, রংপুর

খ গ্রুপ
প্রথম স্থান: ফাবিয়া আলম সুবর্ণী, রংপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় রংপুর
দ্বিতীয় স্থান: তাহের আবরার তাহির, পুলিশ লাইন্স স্কুল এন্ড কলেজ, রংপুর
তৃতীয় স্থান: সাদিয়া ইবনাত আনিকা, পুলিশ লাইন্স স্কুল এন্ড কলেজ, রংপুর

গ গ্রুপ
প্রথম স্থান: মোঃ সাফওয়ান ইসলাম, পুলিশ লাইনস স্কুল এন্ড কলেজ, রংপুর
দ্বিতীয় স্থান: মোঃ রাকিবুল ইসলাম লিপন, ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ রংপুর
তৃতীয় স্থান: সাজিয়া নওরিন, ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ, রংপুর

ঘ গ্রুপ
প্রথম স্থান: আবিদা সুলতানা, রংপুর সরকারি কলেজ, রংপুর দ্বিতীয় স্থান আফরোজা খানম
তৃতীয় স্থান: মহুয়া আক্তার, সরকারি বেগম রোকেয়া কলেজ ।