November 24, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Monday, July 19th, 2021, 9:09 pm

মহানবীর কার্টুন আঁকা কার্টুনিস্ট ওয়েস্টারগার্ড মারা গেছেন

অনলাইন ডেস্ক :

২০০৫ সালে মোহাম্মদ (সা:) এর কার্টুন এঁকে সমালোচনার শিকার হওয়া ডেনমার্কের কার্টুনিস্ট কার্ট ওয়েস্টারগার্ড মারা গেছেন। বিবিসি জানায়, দীর্ঘদিন রোগে ভুগে রোববার ৮৬ বছর বয়সে মৃত্যু হয়েছে তার। ১৯৮০ সালের শুরু থেকে তিনি দেশটির রক্ষণশীল জিল্যান্ডস পোস্টেন পত্রিকায় কর্মরত ছিলেন। ২০০৫ সালে হযরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কার্টুন এঁকে বিশ্বজুড়ে সমালোচনার শিকার হন তিনি। পরে হুমকিসহ বেশ কয়েক বার হামলা চালানো হয় তার উপর। ফলে বেশ কয়েকদিন আত্মগোপনেও ছিলেন তিনি। কার্টুনের প্রতিবাদে সেসময় বিভিন্ন দেশে ডেনমার্কের দূতাবাসে হামলা চালানো হয়। মুসলিম দেশগুলোতে বিক্ষোভে প্রাণ হারান অনেকে। কার্ট ওয়েস্টারগার্ড আরেক বিতর্কিত পত্রিকা শার্লি এবদোতেও মহানবী (সা:) কে অবমাননা করে কার্টুন আঁকতেন। ২০১৫ সালে ফরাসী ওই পত্রিকায় চালানো হামলায় প্রাণ যায় ১২ জনের।