জেলা প্রতিনিধি, রংপুর (গঙ্গাচড়া) :
মাদকদ্রব্যের অপব্যবহার রোধকল্পে সামাজিক আন্দোলন গড়ে তোলার জন্য সমন্বিত কর্মপরিকল্পনা প্রণয়নের লক্ষ্যে গতকাল মঙ্গলবার গঙ্গাচড়ায় সেমিনার অনুষ্ঠিত হয়। উপজেলা প্রশাসনের আয়োজনে ও রংপুর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহযোগিতায় উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব রুহুল আমিন। উপজেলা নির্বাহী অফিসার এরশাদ উদ্দিন পিএএ এর সভাপতিত্বে সেমিনারে মাদক নির্মূলে সমন্বিত খসড়া কর্মপরিকল্পনা উপস্থাপন করেন রংপুর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক আলী আসলাম হোসেন। এছাড়া তিনি উপস্থিত অংশগ্রহণকারীদের মাদকের অপব্যবহার রোধকল্পে মতামত গ্রহন করেন এবং প্রশ্নের জবাব দেন। সমবায় কর্মকর্তা আবতাবুজ্জামান চয়নের সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান সাজু আহম্মেদ লাল, মহিলা ভাইস চেয়ারম্যান রাবিয়া বেগম,গঙ্গাচড়া মডেল থানার অফিসার ইনচার্জ দুলাল হোসেন। সেমিনারে ইউপি চেয়ারম্যান, সরকারি কর্মকর্তা, শিক্ষক, ধর্মীয় প্রতিনিধি, সাংবাদিক, পুলিশ সদস্য ও সুশিল সমাজের প্রতিনিধি অংশগ্রহণ করেন।
আরও পড়ুন
আশুলিয়ায় পুলিশের সঙ্গে সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে শ্রমিকের মৃত্যু, আহত ২
তিস্তার পানি কমতে থাকলেও বেড়েছে ভাঙন আতঙ্ক
সিরাজগঞ্জে দ্রুত গতিতে বাড়ছে যমুনার পানি