অনলাইন ডেস্ক :
মার্কিন ডলারের বিপরীতে জাপানি ইয়েনের মান কমে ৩২ বছরের মধ্যে সর্বনিম্ন হয়েছে। যুক্তরাষ্ট্রে প্রত্যাশার চেয়ে মূল্যস্ফীতি বাড়ার পরেই এমন খবর সামনে এল। শুক্রবার (১৪ অক্টোবর) বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। প্রতিবেদনে বলা হয়, মার্কিন ডলারের বিপরীতে জাপানি মুদ্রার মান দাঁড়িয়েছে ১৪৭ দশমিক ৬৬ ইয়েনে। যদিও এর আগে ইয়েনের মান বেড়েছিল। জাপানের অর্থমন্ত্রী শুনিচি সুজুকি বলেছেন, মুদ্রাবাজারের চলমান অস্থিতিশীলতা ঠেকাতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। গত মাসে মুদ্রার মান ধরে রাখতে জাপান প্রায় ২০ বিলিয়ন মার্কিন ডলার বা ১৭ দশমিক ৬ বিলিয়ন পাউন্ড ব্যয় করে। জি-৭ এর বৈঠকে অংশ গ্রহণের পর শুনিচি সুজুকি বলেছেন, মুদ্রারবাজারে যে উত্থান-পতন চলছে তা আর সহ্য করা সম্ভব হচ্ছে না। বিভিন্ন পদক্ষেপ সম্পর্কে জোরালো নজর রাখা হচ্ছে বলেও জানান তিনি। তাছাড়া দুর্বল ইয়েনকে শক্তিশালী করতে বৈশ্বিক মুদ্রারবাজারে গত মাসে হস্তক্ষেপও করেছে জাপান। ২৪ বছরের মধ্যে জাপানি মুদ্রার মান সর্বনিম্ন হওয়ার পর এই পদক্ষেপ নিয়েছিল দেশটি। এর আগে ১৯৯৮ সালে মুদ্রার বাজারে হস্তক্ষেপ করে দেশটি।
আরও পড়ুন
বাংলাদেশে চিংড়ির রফতানি পরিমাণ কমছে ধারাবাহিকভাবে
গাজায় গত একদিনে নিহত ৫২
তীব্রতর হচ্ছে ইসরায়েলি হামলায় লেবাননে যুদ্ধ