বিশিষ্ট বাংলাদেশি-ব্রিটিশ লেখক ও কলামিস্ট আবদুল গাফ্ফার চৌধুরীকে শনিবার মিরপুরের শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে দাফন করা হবে।
পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে রওনা হয়ে গাফফার চৌধুরীর মরদেহ বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট শনিবার বেলা ১১টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবে।
সরকারের পক্ষ থেকে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বিমানবন্দরে তার মরদেহে গ্রহণ করবেন।
সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদনের জন্য শনিবার দুপুর ১টা থেকে ৩টা পর্যন্ত তার মরদেহ কেন্দ্রীয় শহীদ মিনারে রাখা হবে।
এরপর বিকাল সাড়ে ৩টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হবে এবং বিকাল ৪টায় সাংবাদিকদের শ্রদ্ধা নিবেদনের জন্য মরদেহ জাতীয় প্রেসক্লাবে নিয়ে যাওয়া হবে।
একই দিন বিকাল সাড়ে ৫টার দিকে মিরপুরের শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে আবুদল গাফফার চৌধুরীকে দাফন করা হবে।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সার্বিক সহযোগিতায় আবদুল গাফ্ফার চৌধুরী স্ত্রীর চিকিৎসার জন্য ১৯৭৪ সালে লন্ডনে যান।
হৃদরোগে আক্রান্ত হয়ে ১৯ মে প্রবীণ এই সাংবাদিক ৮৮ বছর বয়সে লন্ডনের একটি হাসপাতালে মারা যান।
পরের দিন লন্ডনের ব্রিক লেন মসজিদে তার প্রথম নামাজে জানাজার পর ব্রিটিশ-বাংলাদেশি সম্প্রদায় ও অন্যান্য অনুরাগীরা বিশিষ্ট লেখক ও কলামিস্ট গাফফার চৌধুরীকে শেষ শ্রদ্ধা জানান। তিনি ‘আমার ভাইয়ের রক্তে রাঙ্গানো’ গান লেখার জন্য সর্বাধিক পরিচিত।
—ইউএনবি
আরও পড়ুন
আশুলিয়ায় পুলিশের সঙ্গে সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে শ্রমিকের মৃত্যু, আহত ২
তিস্তার পানি কমতে থাকলেও বেড়েছে ভাঙন আতঙ্ক
সিরাজগঞ্জে দ্রুত গতিতে বাড়ছে যমুনার পানি