বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তৃতীয়বারের মতো করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মঙ্গলবার হাসপাতালে ভর্তি হয়েছেন।
বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেন, চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী তিনি স্কয়ার হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।
তিনি বলেন, গত কয়েকদিন ধরে সর্দি-কাশির সমস্যায় ভুগছিলেন বলে বিএনপি মহাসচিবের কোভিড টেস্ট করা হয় এবং ফলাফল পজিটিভ আসে।
তবে ফখরুলের অবস্থা স্থিতিশীল বলে জানান জাহিদ।
তিনি বলেন, বিএনপির এই নেতার স্ত্রী রাহাত আরা বেগমেরও কোভিড টেস্ট করা হয় এবং তার রিপোর্ট নেগেটিভ আসে।
বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, মির্জা ফখরুল ইতোমধ্যে করোনার ভ্যাকসিনের চারটি ডোজ নিয়েছেন।
২০২১ সালের ১১ জানুয়ারি ফখরুল ও তার স্ত্রী রাহাত আরা বেগম প্রথমবারের মতো করোনাভাইরাসে আক্রান্ত হন।
—ইউএনবি
আরও পড়ুন
তিস্তার পানি কমতে থাকলেও বেড়েছে ভাঙন আতঙ্ক
সিরাজগঞ্জে দ্রুত গতিতে বাড়ছে যমুনার পানি
বাংলাদেশ-চীন সম্পর্ক নতুন উচ্চতায় নিতে আগ্রহী অন্তর্বর্তীকালীন সরকার: নাহিদ ইসলাম