May 9, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Friday, May 13th, 2022, 8:25 pm

মুশফিকের ‘রিভার্স সুইপ’ প্রসঙ্গে মুখ খুললেন প্রধান কোচ

অনলাইন ডেস্ক :

দলের সংকটের মুহূর্তে সবসময় হাল ধরেছেন মুশফিকুর রহিম। দলকে পৌঁছে দিয়েছেন নিরাপদ জায়গায়, কখনো জয়ের বন্দরে। সেই ‘মি. ডিপেন্ডেবল’ গত টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে সবচেয়ে বেশি সমালোচিত হচ্ছেন তার ‘রিভার্স সুইপ’ আর ‘স্কুপ’ শট নিয়ে। সর্বশেষ দক্ষিণ আফ্রিকার বিপক্ষে পোর্ট এলিজাবেথ টেস্টের তৃতীয় দিনে লাঞ্চ বিরতির ৪ মিনিট আগে তিনি রিভার্স সুইপ করতে গিয়ে আউট হন। এবার শ্রীলঙ্কা সিরিজের আগে মুশফিককে তার শট সিলেকশন নিয়ে কী বার্তা দিয়েছেন কোচ রাসেল ডমিঙ্গো? বাংলাদেশ কোচের মুখে শোনা গেল মুশফিকের এই শট নিয়ে প্রশংসা। শুক্রবার চট্টগ্রামে সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘রিভার্স সুইপে মুশফিক দুর্দান্ত, অতীতে এই শটে অনেক রানও করেছে। এই শট নিয়ে অনেক আত্মবিশ্বাসীও সে। ¯্রফে সময়টা গুরুত্বপূর্ণ, কখন এই শট খেলবে। কাভার ড্রাইভও যেমন, খুব সুন্দর শট। কিন্তু বাঁহাতি ব্যাটার হলে প্রথম ২০-৩০ বলের মধ্যে কাভার ড্রাইভ খেলতে গেলে ঝুঁকি থাকবে। ৫০-৬০ বল খেলার পর কাভার ড্রাইভে সমস্যা নেই। ব্যাপারটি তাই হলো, কখন শটটি খেলছে।’ উদাহরণ দিয়ে বাংলাদেশ কোচ আরও বলেন, ‘ধরুন, ওপেনিং ব্যাটার কাভার ড্রাইভ করতে গিয়ে আউট হলো বা মিড উইকেটের দিকে খেলতে গিয়ে এলবিডব্লিউ হলো, এটা খেলা বন্ধ করতে বলবেন? কোনো শট নিয়ে যদি কারও আত্মবিশ্বাস থাকে, আস্থা থাকে এবং যদি সে মনে করে এটা ভালো বিকল্প, সেই শট খেলায় সমস্যা থাকতে পারে না। আমার মতে, শট খেলার সময়টা গুরুত্বপূর্ণ, কখন শটটি খেলা উচিত এবং কেন ওই শট খেলা প্রয়োজন। ‘