নিজস্ব প্রতিবেদক , রংপুর :
রংপুরে রোকেয়া দিবস-২০২২ উদযাপন উপলক্ষে জেলা প্রশাসন রংপুর এর আয়োজনে ৩ দিনব্যাপী নানা কর্মসূচি পালন করা হয়েছে। শুক্রবার বর্ণিল আয়োজনে রোকেয়া দিবস ২০২২ উদযাপন উপলক্ষে নারী জাগরণের অগ্রদূত বেগম রোকেয়ার বাস্তুভিটা জেলার প্রশাসনের পক্ষে পায়রাবন্দে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। বিভাগীয় প্রশাসনের পক্ষে ফুলেল শ্রদ্ধা জানান রংপুর বিভাগীয় কমিশনার মো: সাবিরুল ইসলাম, তিনিএরপর বেলুন পায়রা উড়িয়ে দিবসটির শুভ করেন। জেলা প্রশাসনের পক্ষে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন জেলা প্রশাসক ড. চিত্রলেখা নাজনীন, জেলা পুলিশের পক্ষে শ্রদ্ধা নিবেদন করেন পুলিশ সুপার, মো: ফেরদৌস আলী চৌধুরী ।এরপর উপজেলা প্রশাসনসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষ হতে বেগম রোকেয়ার প্রতি শ্রদ্ধা জানানো হয়। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুরে নানা আয়োজনের মধ্যদিয়ে রোকেয়া দিবস-২০২২ পালিত হয়েছে। এ উপলক্ষে আজ শুক্রবার সকালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালে এবং প্রশাসন ভবনের দক্ষিণ গেটে মহিয়সী বেগম রোকেয়ার অস্থায়ী প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ হাসিবুর রশীদ, উপ-উপাচার্য প্রফেসর ড. সরিফা সালোয়া ডিনা ও ট্রেজারার প্রফেসর ড. মজিব উদ্দিন আহমদ। পরে পর্যায়ক্রমে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদ, বিভাগ, দপ্তর ও আবাসিক হলগুলোর পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয়। এছাড়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি, অফিসার্স অ্যাসোসিয়েশন, কর্মচারী ইউনিয়নসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয়। এসময় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রকৌশলী মোহাম্মদ আলমগীর চৌধুরী, প্রক্টর মোঃ গোলাম রব্বানী ও ছাত্রউপদেষ্টা মোঃ নুরুজ্জামান খানসহ বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় প্রধান, হল প্রভোস্ট, পরিচালকসহ বিভিন্ন বিভাগের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
সকাল সাড়ে ৯টায় প্রশাসন ভবনের সামনে থেকে উপাচার্য প্রফেসর ড. মোঃ হাসিবুর রশীদের নেতৃত্বে একটি শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি ক্যাম্পাসের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে রাসেল চত্ত্বরে এসে শেষ হয়।##
আরও পড়ুন
আশুলিয়ায় পুলিশের সঙ্গে সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে শ্রমিকের মৃত্যু, আহত ২
তিস্তার পানি কমতে থাকলেও বেড়েছে ভাঙন আতঙ্ক
সিরাজগঞ্জে দ্রুত গতিতে বাড়ছে যমুনার পানি