May 20, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Monday, March 27th, 2023, 10:23 am

রংপুরে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস পালিত

নিজস্ব প্রতিবেদক, রংপুর :

রংপুরে যথাযোগ্য মযার্দায় মহান স্বাধীনতা দিবস পালিত হয়েছে। জেলা প্রশাসনের উদ্যোগে রোববার (২৬ মার্চ) সূর্যোদয়ের সাথে সাথে নগরীর মর্ডান মোড়স্থ স্বাধীনতা স্মৃতিস্তম্ভ অর্জন, বঙ্গবন্ধুর ম্যূরাল ও সুরভী উদ্যানস্থ শহীদ বীর মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে পুস্পার্ঘ্য অর্পণ করে শহীদদের প্রতি শ্রদ্ধা জানায়, রংপুর বিভাগীয় কমিশনার মোঃ সাবিরুল ইসলাম, সিটি কর্পোরেশনের মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা, রংপুর রেঞ্জ ডিআইজি মোহাঃ আবদুল আলীম মাহমুদ, রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার নুরে আলম মিনা, রংপুর জেলা প্রশাসক ড. চিত্রলেখা নাজনীন, জেলা পুলিশ সুপার ফেরদৌস আলী চৌধুরী, জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোছাদ্দেক হোসেন বাবলুসহ বিভিন্ন সরকারী-বেসরকারী দপ্তরের কর্মকর্তা, সামাজিক, সাংষ্কৃতিক, রাজনৈতিক ও পেশাজীবি সংগঠনের নেতৃবৃন্দরা। এরপর রংপুর শেখ রাসেল স্টেডিয়ামে পুলিশ, আনসার, বিএনসিসি, কারারক্ষী, ফায়ার সার্ভিস ও স্কাউটের অংশগ্রহণে কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়। কুচকাওয়াজ শেষে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে মনোজ্ঞ ডিসপ্লে প্রদর্শন করা হয়। দুপুরে রংপুর সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ে স্বাধীনতা দিবস উপলক্ষে নারীদের আলোচনা সভা এবং শিল্পকলা একাডেমি মিলনায়তনে মুক্তিযুদ্ধ ভিত্তিক চলচ্চিত্র প্রদর্শিত হয়। বিকেলে শিল্পকলা একাডেমি মিলনায়তনে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সংবর্ধনা অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এছাড়া দিবসকে ঘিরে হাসপাতাল, এতিমখানা, কারাগারে উন্নতমানের খাবার বিতরণ, মসজিদ, মন্দিরসহ বিভিন্ন ধর্মীয় উপসানালয়ে বিশেষ দোয়া ও প্রার্থনার আয়োজন করা হয়।
এছাড়াও বিকেলে রংপুর টাউন হলরুমে স্বাধীনতা দিবস উপলক্ষে আলোচনা সভা ও সংবর্ধনা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন বিভাগীয় কমিশনার মোঃ সাবিরুল ইসলাম, উক্ত সভায় রংপুর জেলা প্রশাসকের ড. চিত্রলেখা নাজনীনের সভাপতিত্বে বক্তব্য রংপুর রেঞ্জ ডিআইজি মোহাঃ আবদুল আলীম মাহমুদ, রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার নুরে আলম মিনা, জেলা পুলিশ সুপার ফেরদৌস আলী চৌধুরী, জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোছাদ্দেক হোসেন বাবলু, রংপুর প্রেসক্লাবের সভাপতি মাহবুব রহমান প্রমুখ। এসময় বিভিন্ন সরকারী-বেসরকারী দপ্তরের কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধাগণ, সামাজিক, সাংষ্কৃতিক, রাজনৈতিক ও পেশাজীবি সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।