নিজস্ব প্রতিবেদক:
স্পিন বোলিং কোচ হিসেবে শ্রীলংকান কিংবদন্তি রঙ্গনা হেরাথের সঙ্গে নতুন চুক্তি করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। হেরাথের সঙ্গে বিসিবির নতুন চুক্তি দুই বছরের জন্য। ২০২৩ সালের নভেম্বর পর্যন্ত বাংলাদেশের স্পিন কোচ হিসেবে দায়িত্ব পালন করবেন লংকান কিংবদন্তি। বুধবার এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে বিসিবি। বলা হয়েছে, আসন্ন নিউজিল্যান্ড সিরিজ থেকেই দলের সঙ্গে যুক্ত হবেন হেরাথ। দুটি টেস্ট খেলতে বুধবার (৮ ডিসেম্বর) রাতেই নিউজিল্যান্ডের বিমান ধরার কথা বাংলাদেশ ক্রিকেট দল। গত জুনে প্রথমবার বাংলাদেশের স্পিন বোলিং কোচের দায়িত্ব পান হেরাথ। সেই চুক্তি শেষ হয় গত টি-টোয়েন্টি বিশ্বকাপে। তারপর থেকে অন্তরবর্তীকালীন স্পিন বোলিং কোচ হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন স্থানীয় কোচ সোহেল ইসলাম। বিসিবির পক্ষ থেকে বলা হচ্ছিল, শিগগিরই এই জায়গায় লম্বা সময়ের জন্য চুক্তিবদ্ধ করা হবে কাউকে। সেই বুধবার (৮ ডিসেম্বর) ঘোষণা এলো। ৪৩ বছর বয়সী অর্থোডক্স স্পিনার হেরাথ শ্রীলংকার হয়ে সাদা পোশাকে ৯৩ ম্যাচ খেলে ৪৩৩টি উইকেট নিয়েছেন। আইসিসি ও শ্রীলংকান ক্রিকেটের বিশেষজ্ঞ স্পিন বোলিং কোচ হিসেবে লেভেল-৩ কোচিংও সম্পন্ন করেছেন তিনি।
আরও পড়ুন
কানপুর টেস্টে মুমিনুলের সেঞ্চুরি, বাংলাদেশের সংগ্রহ ২৩৩ রান
আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার বিয়য়ে যা বললেন তামিম
অক্টোবরে বাংলাদেশে সফরে আসছে দক্ষিণ আফ্রিকা