April 27, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Monday, February 5th, 2024, 7:54 pm

সংরক্ষিত নারী আসনে আ.লীগের মনোনয়ন ফরম সংগ্রহ-জমা শুরু মঙ্গলবার

ফাইল ছবি

দ্বাদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে ক্ষমতাসীন আওয়ামী লীগ থেকে যারা মনোনয়ন পেতে চান তাদের ৬ থেকে ৮ ফেব্রুয়ারির মধ্যে মনোনয়ন ফরম সংগ্রহ করে জমা দিতে বলা হয়েছে।

রবিবার(৪ ফেব্রুয়ারি) রাতে আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়ার সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রতিদিন সকাল ১০টা থেকে বিকাল ৪টার মধ্যে মনোনয়ন প্রত্যাশীরা ফরম সংগ্রহ ও জমা দিতে পারবেন।

এতে আরও বলা হয়, প্রার্থীদের ২৩ বঙ্গবন্ধু এভিনিউয়ে বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের প্রশাসনিক বিভাগ থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করে জমা দিতে হবে।

কেন্দ্রীয় কার্যালয়ের দ্বিতীয় তলায় ঢাকা, ময়মনসিংহ, সিলেট ও চট্টগ্রাম বিভাগের মনোনয়ন ফরম বিতরণ করা হবে এবং তৃতীয় তলায় রংপুর, রাজশাহী, খুলনা ও বরিশাল বিভাগের মনোনয়ন ফরম সংগ্রহ করা যাবে।

সব বিভাগের ফরম অফিসের নিচতলায় জমা দিতে হবে বলে উল্লেখ করা হয়েছে বিজ্ঞপ্তিতে।

মনোনয়ন প্রত্যাশীদের নিজে বা তার উপযুক্ত প্রতিনিধির মাধ্যমে মনোনয়নপত্র সংগ্রহ ও জমা দিতে বলা হয়েছে এবং অতিরিক্ত লোকসমাগম না করার নির্দেশও দেওয়া হয়েছে।

—-ইউএনবি