অনলাইন ডেস্ক :
নাম জিতু কামাল। খোঁচাখোঁচা দাঁড়িতে এর আগে ভারতীয় সিরিয়ালে হাজির হয়েছেন তিনি। তবে ক্লিন শেভেই যেন হয়ে গেলেন একেবারে সত্যজিৎ রায়। কিংবদন্তি ভারতীয় নির্মাতা-লেখক সত্যজিৎ রায়ের ছায়া অবলম্বনে তৈরি হচ্ছে চলচ্চিত্র ‘অপরাজিত’। আর সে কারণেই জিতু কামাল বনে গেলেন পর্দার সত্যজিৎ! যার কিছু লুক দেখে নেটিজেনরা একেবারে হতভম্ব! অনেকেই বিস্মিত হলেন এই ভেবে, এখনও শুটিংয়ে ব্যস্ত সত্যজিৎ রায়! এতটা কি মেলা সম্ভব? হ্যাঁ, মেকআপ ও চেহারায় সাদৃশ্য থাকায় অনেকটাই কাছাকাছি চেহারার সত্যজিৎ হয়ে পর্দায় ধরা দেবেন জিতু। এবছর সত্যজিৎ রায়ের জন্মশতবার্ষিকী। সেই উপলক্ষেই সিনেমার মাধ্যমে তাকে শ্রদ্ধার্ঘ্য জানাবেন পরিচালক অনীক দত্ত। ছবির মুখ্য চরিত্রের নাম অপরাজিত রায়, সত্যজিৎ রায়ের আদলে তৈরি এই চরিত্র। সত্যজিৎ রায়ের ‘পথের পাঁচালী’ তৈরির নেপথ্যের কাহিনিই ছবির উপজীব্য। এতে অপরাজিত রায়ের চরিত্রে দেখা যাবে জিতুকে আর বিজয়া রায়ের ছায়ায় তৈরি বিমলার ভূমিকায় থাকবেন সায়নী ঘোষ। নিজের লুক নিয়ে ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজারকে জিতু বলেন, ‘‘এমনও হয়েছে, লুকটা কাছের একজনকে দেখিয়েছি, সে দেখে বলছে ‘এ তো আমার দেখা, নতুন করে আবার কী দেখব?’ আমি তখন তাকে বলেছি ভালো করে দেখতে, সে তখনও বলে যাচ্ছে, ‘সত্যজিৎ রায় তো!’ তার পরে তাকে যখন বললাম এটা আমার লুক, সে অবাক হয়ে হাত থেকে ফোনটা কেড়ে নিল।’’ জানা যায়, সত্যজিৎ হতে তার গালে ও থুতনিতে প্রস্থেটিক্সের সাহায্য নেওয়া হয়েছে। মেকআপ করেছেন সোমনাথ কু-ু। ছবির একটা অংশের শুট হয়েছে ভারতের বীরভূমে। বিশেষ করে বোলপুরের আশপাশে দৃশ্যধারণ হয়। এরপরের শিডিউলের শুট শুরু হবে ১৯ নভেম্বর থেকে। নন্দন, শিশির মঞ্চসহ কলকাতার বিভিন্ন জায়গায় শুটিং চলবে। পুরো ছবিটাই সাদা-কালোয় শুট হবে বলে জানিয়েছেন ছবির প্রযোজক ফেরদৌসুল হাসান। ১৫ ডিসেম্বরের মধ্যে শুট শেষ করার পরিকল্পনা রয়েছে তার।
আরও পড়ুন
ইউটিউব থেকে সরানো হলো শাকিবের ‘তুফান’
চিন্তিত অনন্যা পান্ডে
কনাকে নিয়ে সুখবর দিলেন আসিফ