May 5, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Thursday, April 25th, 2024, 8:24 pm

সাজেকে সড়ক দুর্ঘটনা: মৃত্যু বেড়ে ৯

রাঙ্গামাটি জেলার সাজেকের উদয়পুরে ডাম্প ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পরে ঘটনাস্থলে ৫ জনসহ হাসপাতালে নেওয়ার পথে আরও ৩ জন এবং হাসপাতালে চিকিৎসাধীন একজনের মৃত্যু হয়। এ ঘটনায় এখন পর্যন্ত মোট ৯ জনের মৃত্যু হয়েছে।

সাজেক থানার সার্কেল অফিসার ও সিনিয়র সহকারী পুলিশ সুপার আবদুল আওয়াল চৌধুরী দুর্ঘটনায় ৯ জন নিহতের বিষয়টি নিশ্চিত করে বলেন, সীমান্ত সড়কের ৯০ ডিগ্রি নামক স্থানে বুধবার এই ঘটনা ঘটে। ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে পাহাড়ের ১০০ ফুট গভীর খাদে পড়ে গেলে এটি দুমড়ে-মুচড়ে যায়। সেনাবাহিনীর সদস্য ও স্থানীয়রা তাদের উদ্ধার করে।

নিহতদের মধ্যে যাদের পরিচয় পাওয়া গেছে- কিশোরগঞ্জের আব্দুল মোহন (১৬), গাজীপুরের টঙ্গীর সাগর (২২), কিশোরগঞ্জের বাবু (২০) এবং গাজীপুরের কাপাসিয়ার অলিউল্লাহ (৩৫)।

আহতরা হলেন- মো. লালন (১৮), আহির উদ্দিন (৪০) ও তার ছেলে সামিউল (১৯), মোবারক হোসেন (৩২), লালন (১৮) ও জাহিদ হাসান (২৪)।

আহতদের মধ্যে আহির উদ্দিন আশঙ্কাজনক জানিয়েছেন খাগড়াছড়ি সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক সাগর দেব।

আহত মো. লালন জানান, বাঘাইছড়ি উপজেলার উদয়পুরে একটি ব্রিজ নির্মানের জন্য একটি ডাম্প ট্রাকে করে তারা যাচ্ছিলেন। বড় একটি পাহাড় নামার সময় গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে গভীর খাদে পরে যায়। গাড়িটিতে পাইলিং মেশিনসহ ১৫ জন ছিলেন।

খাগড়াছড়ি আধুনিক হাসপাতালে ৩ জন চিকিৎসাধীন। গুরুতর আহত ২ জনকে উন্নত চিকিৎসার জন্য আত্মীয়রা ঢাকায় নিয়ে গেছেন।

—–ইউএনবি