April 27, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Sunday, September 18th, 2022, 7:47 pm

সাফের ইতিহাসে নতুন গল্প লেখা হবে: কুমার থাপা

অনলাইন ডেস্ক :

ওমনে সাফ চ্যাম্পিয়নশীপে কাল মুখোমুখি হচ্ছে স্বাগতিক নেপাল ও শক্তিশালী বাংলাদেশ। সোমবারের ম্যাচের আগে নেপালের রোববার কোচ কুমার থাপা বলেছেন, নতুন একটি ইতিহাসের সামনে আমরা দাঁড়িয়ে আছি। তাই আমরা সেই সুযোগ নষ্ট করতে চাই না। আমরা ভাল ফুটবল খেলে সেই গল্প লিখতে চাই। টুর্নামেন্ট থেকে ভারতের বিদায়ে স্বাগতিক কোচের এমন উচ্ছাস। তিনি বলেন, ‘আমাদের সুযোগ ৯০ মিনিট। আমরা স্বাগতিক। কাপ এখানেই আছে। এখানেই রেখে দিতে চাই। দুই বছর এখানে ট্রফি এসেছে। আমি খুশী মেয়েদের সেমিফাইনালের খেলা দেখে। আমরা সর্বশক্তি দিয়ে ট্রফি রাখতে চেষ্টা করবো।’
তিনি বলেন, ‘ইতিহাস লেখা হয় তা ভাঙ্গার জন্যই। বয়স ভিত্তিক খেলায় নেপাল হারলেও জাতীয় দলের খেলায় কিন্তু হেরেছে বাংলাদেশ। অবশ্য পেছনের কথা মনে করতে চাই না। দুদলই সেরা দল। খেলবেও সেরকম। ইমোশন ইজ হায়ার দেন প্রেশার। নেপালের জনগন ফুটবল নিয়ে খায়, ঘুমায়। তাদের উপস্থিতিতে ইমোশন কিংবা প্রেশার কাজ করবে না। তারা ভালো ফুটবল দেখবে আমাদের কাছ থেকে।” কুমার বলেন, ‘সম্পর্ক বন্ধুত্বের হতে পারে। ময়দানী খেলায় বন্ধুত্ব নেই। এখানে থাকে জেতার প্রতিদ্বন্দ্বিতা। আমরা সেটাই করবো।’