সাভারে সড়ক অবরোধের সময় তৈরি পোশাক শ্রমিকদের সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছেন।
মঙ্গলবার সাভারের আশুলিয়ায় বাইপাইল-আবদুল্লাহপুর মহাসড়কে এই ঘটনা ঘটে।
শ্রমিকরা জানান, বিভিন্ন দাবিতে সোমবার থেকে ধর্মঘটে যাওয়ায় অনির্দিষ্টকালের জন্য গার্মেন্টস বন্ধ ঘোষণা করে ফ্যাশন ফোরাম লিমিটেড গার্মেন্টস কর্তৃপক্ষ।
গতকাল রাতে গেটে লাগানো নোটিশ দেখে শ্রমিকরা বাইপাইল-আবদুল্লাহপুর মহাসড়ক অবরোধ করতে শুরু করলে পুলিশ তাদের বাধা দেয়।
আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, অপ্রীতিকর ঘটনা এড়াতে কারখানার সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
—-ইউএনবি
আরও পড়ুন
বাংলাদেশে চিংড়ির রফতানি পরিমাণ কমছে ধারাবাহিকভাবে
আশুলিয়ায় পুলিশের সঙ্গে সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে শ্রমিকের মৃত্যু, আহত ২
তিস্তার পানি কমতে থাকলেও বেড়েছে ভাঙন আতঙ্ক