November 16, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Monday, February 27th, 2023, 5:59 pm

সিলেট যুব উন্নয়ন অধিদপ্তরের বাস্তবায়ন ও মূলায়ন শীর্ষক কর্মশালা

জেলা প্রতিনিধি, সিলেট :

সিলেট যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে (২৭) ফেব্রুয়ারি সোমবার সকালে যুব প্রশিক্ষণ কেন্দ্রে প্রশিক্ষণ কর্মসূচী বাস্তবায়ন ও মূলায়ন শীর্ষক সিলেট বিভাগীয় প্রশিক্ষণ কর্মশালায় অনুষ্ঠিত হয়।

সিলেটের অতিরিক্ত জেলা প্রশাসক( সার্বিক) মোহাম্মদ মোবারক হোসেনের সভাপতিত্বে ও কোম্পানিগঞ্জ যুব উন্নয়ন কর্মকর্তা আব্দুল মান্নান এর পরিচালনায় কর্মশালায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন যুব উন্নয়ন অধিদপ্তরের (যুগ্ম সচিব) প্রশিক্ষণ পরিচালক খোন্দকার মোঃ রুহুল আমীন।

তিনি তার বক্তৃতায় বলেন, একটি দেশের মুল চালিকা শক্তি হচ্ছে যুবকরা,অর্থনীতি দাপে এগিয়ে নিতে যুবকরা কাজ করছে, শিক্ষার প্রয়োজন,কর্মমুখী শিক্ষার বিকল্প নেই।

যুবকদের উন্নত প্রশিক্ষণ দিতে হবে,যুবকরা পারে বঙ্গবন্ধু স্বপ্নের সোনার বাংলা গড়তে, দেশে উন্নয়নের মহাসড়কে এগিয়েছে নিতে।কর্মমুখী শিক্ষা দিতে হবে।

বক্তব্য রাখেন, যুব উন্নয়ন অধিদপ্তরের উপ পরিচালক, প্রশিক্ষণ ফরহাদ নুর,যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী পরিচালক মুহাম্মদ মুহাজ্জেম হোসেন গাজী।

স্বাগত বক্তব্য রাখেন সিলেট যুব উন্নয়ন কেন্দ্রের ভারপ্রাপ্ত উপপরিচালক মো.ফখরুজামান।

প্রশিক্ষণে সিলেট বিভাগে ৭টি জেলার যুব উন্নয়ন উপপরিচালক, সহকারী পরিচালক, কো- অডিনেটর  উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা প্রশিক্ষক অংশগ্রহণ করেন। বক্তব্য রাখেন কো-অডিনেটর এস এম ইমরোজ এরশাদ।

শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন

সিলেট জেলা যুব প্রশিক্ষণ কেন্দ্র জামে মসজিদের ইমাম মিসবায়ুল ইসলাম ও গীতা পাঠ করেন প্রশিক্ষণার্থী তপন দাস।