জেলা প্রতিনিধি, সিলেট :
সিলেট সিটি করপোরেশনের বর্ধিত এলাকায় জলাবদ্ধতা পরিদর্শন করেছেন সিসিকের ভারপ্রাপ্ত মেয়র তৌফিক বক্স লিপন।
তিনি ১৪ই মে শনিবার দুপুরে কুচাই, তৈয়ব কামাল, শেখপাড়া, শ্রীরামপুর সহ বিভিন্ন এলাকা পরিদর্শন করেন। এ সময় ভারপ্রাপ্ত মেয়র তৌফিক বক্স লিপন বলেন, জলাবদ্ধতা নিরসনে স্থানীয় জনসাধারণ কে সচেতন ও সহযোগিতা করতে হবে। বিভিন্ন জায়গায় পানি স্বাভাবিক চলাচলে বাঁধা সৃষ্টি করা হয়েছে, সেই জায়গাগুলি চিহ্নিত করে পানি চলাচলে সুযোগ করে দিতে হবে। এ ব্যাপারে সিলেট সিটি করপোরেশন দ্রুত কাজ করে যাচ্ছে বলে তিনি জানান।
এ সময় উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী ও রাজনীতিবিদ সিলেট জেলা কৃষকলীগের সভাপতি শাহ নিজাম উদ্দিন, দক্ষিণ সুরমা উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি শাহ আহমেদুর রব, বিশিষ্ট রাজনীতিবদ ও সমাজসেবী সুমন সিকদার, মামুনুল হক সিকদার, হিরন মিয়া সালেক আহমদ , আশরাফ আহমদ, কামাল, ওলিউর রহমান ননী, জসীম উদ্দিন, শাকিল আহমদ, শওকত আহমদ,মোস্তফা আহমদ,ছুনু মিয়া, রাজন আহমদ প্রমুখ।
আরও পড়ুন
আশুলিয়ায় পুলিশের সঙ্গে সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে শ্রমিকের মৃত্যু, আহত ২
তিস্তার পানি কমতে থাকলেও বেড়েছে ভাঙন আতঙ্ক
সিরাজগঞ্জে দ্রুত গতিতে বাড়ছে যমুনার পানি