চট্টগ্রামের সীতাকুণ্ডে যাত্রীবাহী একটি লেগুনা খাদে পড়ে ১২ জন কলেজ ছাত্রী আহত হয়েছে। সোমবার (১৩ নভেম্বর) দুপুর ৩টার দিকে উপজেলার পৌরসভার শেখপাড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
তারা সবাই ছোট দারোগারহাট তাহের-মঞ্জুর কলেজের ছাত্রী। আহতদের মধ্যে চারজনকে গুরুতর অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
আহত ছাত্রীরা হলেন- নাদিয়া আক্তার (১৬), বিবি ফাতেমা স্বপ্না (১৭), রাজিয়া সুলতানা (১৭), সুলাইয়া (১৭), সানজিদা (১৭), মনিষা রানী দাশ (১৯), নাফিজা ইবনাত (১৭), ইফরাতুল তাসফিয়া (১৬), ইবনে সুলতানা (১৭), মায়মুনা আক্তার (১৮), জেসমিন আক্তার(১৭) ও পায়েল রানী দাস (১৮)।
দুর্ঘটনার শিকার হওয়া লেগুনার আহত যাত্রী তাসলিমা আক্তার জানান, লেগুনাটি পৌরসভার শেখপাড়া এলাকায় অতিক্রম করার সময় বড় দারোগারহাট থেকে সিটি গেট পর্যন্ত চলাচলকারী ৮ নম্বর একটি বাস লেগুনাকে ধাক্কা দিলে এটি নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পার্শ্ববর্তী একটি খাদে পড়ে যায়।
স্থানীয়রা আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা নুরুদ্দিন রাশেদ বলেন, দুর্ঘটনায় আহত ১২ ছাত্রীকে চিকিৎসা দেওয়া হয়েছে। তার মধ্যে চারজনকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আহতদের কয়েকজনকে প্রাথমিক চিকিৎসা শেষে ছেড়ে দেওয়া হয়েছে।
—-ইউএনবি
আরও পড়ুন
আশুলিয়ায় পুলিশের সঙ্গে সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে শ্রমিকের মৃত্যু, আহত ২
তিস্তার পানি কমতে থাকলেও বেড়েছে ভাঙন আতঙ্ক
সিরাজগঞ্জে দ্রুত গতিতে বাড়ছে যমুনার পানি