অনলাইন ডেস্ক :
সৌদি আরবে ক্রেন দুর্ঘটনায় মো. শেখ ফরিদ আরজু (২৫) নামে এক বাংলাদেশির মৃত্যু হয়েছে। তার বাড়ি নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চরহাজারী ইউনিয়নে। গত শনিবার সৌদি সময় দুপুর পৌনে ১২টায় রিয়াদের আল দোয়াদমি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মো. শেখ ফরিদ আরজু চরহাজারী ইউনিয়নের ৭নং ওয়ার্ডের রহিম কোম্পানি বাড়ির মো. আবদুল হালিমের ছেলে। সে ২০২০ সালে সৌদি যান। রোববার (২৬ সেপ্টেম্বর) সকালে বিষয়টি নিশ্চিত করেন চরহাজারী ইউপির ৭নং ওয়ার্ডের সদস্য ও প্যানেল চেয়ারম্যান আবুল খায়ের সবুজ। তিনি বলেন, শেখ ফরিদ আরজু বাবা-মায়ের বড় সন্তান। সে এক বছর আগে সৌদি আরব পাড়ি জমায়। এলাকায় সে ভালো ছেলে হিসেবে পরিচিত ছিল। আরজুর সহকর্মী আবু বক্কর সিদ্দিক সৌদি থেকে মোবাইলে জানান, আরজু ইলেকট্রিকের কাজ করতো। প্রতিদিনের মতো কাজ করার সময় হঠাৎ ক্রেনের ত্রুটির কারণে ৪২ ফুট ওপর থেকে পড়ে যায়। পরে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
আরও পড়ুন
এলডিসি গ্রাজুয়েশনে বাংলাদেশের সুষ্ঠু উত্তরণে পূর্ণ সহায়তার আশ্বাস জাতিসংঘের
জুলাই-আগস্ট হত্যাকাণ্ডে মানবতাবিরোধী অপরাধের মামলা নিয়ে ইউনূস-আইসিসির আলোচনা
দেশ সংস্কারে, দুর্নীতির বিরুদ্ধে লড়াই ও পাচার হওয়া অর্থ ফিরিয়ে আনতে সহায়তা দেবে যুক্তরাষ্ট্র