স্বাধীনতাবিরোধী শক্তির ষড়যন্ত্রের বিরুদ্ধে সজাগ থাকতে জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
তিনি বলেন, ‘চারপাশে অনেক ষড়যন্ত্র চলছে।’
মঙ্গলবার(২ জানুয়ারি) বিকালে ফরিদপুরের সরকারি রাজেন্দ্র কলেজ মাঠে দলের এক বিশাল নির্বাচনী জনসভায় তিনি এসব কথা বলেন।
শেখ হাসিনা বলেন, ‘যারা আমাদের মুক্তিযুদ্ধকে সমর্থন করেনি, তারা এখনও তাদের ষড়যন্ত্র বন্ধ করেনি।’
প্রধানমন্ত্রী বলেন, এই ষড়যন্ত্রকারীরা তাদের চক্রান্ত বাড়াচ্ছে, কারণ তারা জানে বাংলাদেশ কখনও কারো কাছে মাথা নত করে না।
তিনি বলেন, ‘আমি জাতির পিতার কন্যা, আমি কখনও কারো কাছে মাথা নত করি না এবং করবও না।’
তিনি বলেন, আওয়ামী লীগ সরকার ইতোমধ্যে সারাদেশে ব্যাপক উন্নয়নমূলক কাজ করলেও আরও অনেক কিছু করার আছে।
তিনি সমবেত জনতার উদ্দেশে তিনি বলেন, ‘বাংলাদেশকে উন্নয়নশীল দেশ হিসেবে আমাদের গড়ে তুলতে হবে। এর জন্য আপনাদের কার প্রয়োজন? শুধু আমাকে বলুন। কেবল নৌকাই এটি করতে পারে।’
তিনি বলেন, ‘শুধু নৌকা ভোট পেলে আমি আবার ক্ষমতায় আসতে পারব এবং বাংলাদেশকে উন্নয়নশীল দেশ হিসেবে গড়ে তোলা সম্ভব হবে।’
প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশ কখনও পিছিয়ে পড়বে না। শুধু নৌকাই আপনাকে সমাধান দেবে। আপনাদের সবাইকে এটা মনে রাখতে হবে।
তিনি বলেন, ২০৪১ সালের মধ্যে বাংলাদেশ একটি স্মার্ট জাতিতে পরিণত হবে।
তিনি বলেন, ‘জাতির পিতার স্বপ্নের বাংলাদেশ হবে ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত উন্নত ও সমৃদ্ধ স্মার্ট সোনার বাংলা।’
তিনি বলেন, স্মার্ট বাংলাদেশ মানে স্মার্ট সরকার, স্মার্ট মানুষ, স্মার্ট অর্থনীতি ও স্মার্ট সমাজ।
তিনি বলেন, সবকিছু হারিয়ে তিনি বাংলাদেশের মানুষকে তার পরিবার হিসেবে গ্রহণ করেছেন। সুতরাং আমার যা কিছু আছে তা আমি দেশের মানুষের জন্য ত্যাগ করেছি।
নৌকায় ভোট দেওয়ার জন্য আগত জনতার কাছে প্রতিশ্রুতিও চান তিনি।
উৎফুল্ল জনতা হাত তুলে নৌকার পক্ষে স্লোগান দিয়ে প্রধানমন্ত্রীর প্রতি প্রতিশ্রুতি ব্যক্ত করেন। ফরিদপুর, রাজবাড়ী ও মাগুরার প্রার্থীদের সঙ্গে পরিচয় করিয়ে দিয়ে ভোট চান তিনি।
আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও ফরিদপুর-১ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আব্দুর রহমান, মাগুরা-১ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ক্রিকেটার সাকিব আল হাসান এবং ফরিদপুর-৩ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী শামীম হক বক্তব্য দেন।
মঞ্চ থেকে শেখ হাসিনা জাতীয় পতাকা উড়িয়ে জনতাকে শুভেচ্ছা জানান। জবাবে শ্রোতারা তাদের বহন করা ক্ষুদ্র পতাকাও উড়ান করেন।
প্রধানমন্ত্রীর সফর উপলক্ষে ফরিদপুর শহরের পাশাপাশি সমগ্র জেলার সর্বত্র উৎসবমুখর পরিবেশ দেখা গেছে।
পদ্মা সেতু পার হয়ে সড়কপথে ফরিদপুরে পৌঁছান শেখ হাসিনা। বেলা সোয়া ৩টার দিকে তিনি সমাবেশস্থলে পৌঁছান।
—-ইউএনবি
আরও পড়ুন
সিরাজগঞ্জে দ্রুত গতিতে বাড়ছে যমুনার পানি
কমতে শুরু করেছে কুড়িগ্রামের নদীর পানি, ভাঙন আতঙ্কে মানুষ
দিনাজপুরে কাভার্ডভ্যানের ধাক্কায় নিহত ২