দেশের বিভিন্ন স্থান থেকে চুরি-ছিনতাই হওয়াসহ হারিয়ে যাওয়া ২৭টি মোবাইল সেট মালিকদের হাতে তুলে দিয়েছেন বরিশালের ১০ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)।
বৃহস্পতিবার বেলা ১১টায় বরিশালের ১০ আর্মড পুলিশ ব্যাটালিয়নের সদর দপ্তরে এক অনুষ্ঠানে সেটগুলো তুলে দেন কমান্ডিং অফিসার মোয়াজ্জেম হোসেন ভূঁঞা।
তিনি বলেন, সেটগুলো উদ্ধার হলেও কাউকে আটক করা সম্ভব হয়নি। কারণ, সেটগুলো খোয়া যাওয়ার পর একাধিক হাত ঘুরেছে। একটি সেটতো আমরা ১০ হাত পরিবর্তন হওয়ার পরে পেয়েছি। তাই প্রকৃত দোষীদের খোঁজ পাওয়া যায়নি।
তিনি আরও বলেন যে এ পর্যন্ত তারা ৮০টির উপরে সেট উদ্ধার করেছেন।
ব্যবহৃত সেট কেনার আগে অবশ্যই কাগজপত্র যাচাই করে নিতে পরামর্শ দেন তিনি।
এ সময় আরও উপস্থিত ছিলেন ১০ আর্মড পুলিশ ব্যাটালিয়নের উপ-অধিনায়ক মোল্লা আজাদ হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার নাসরিন জাহান, সহকারী পুলিশ সুপার মাহমুদুল হাসান চৌধুরী প্রমুখ।
—ইউএনবি
আরও পড়ুন
তিস্তার পানি কমতে থাকলেও বেড়েছে ভাঙন আতঙ্ক
সিরাজগঞ্জে দ্রুত গতিতে বাড়ছে যমুনার পানি
গাজায় গত একদিনে নিহত ৫২