November 17, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Tuesday, August 2nd, 2022, 8:33 pm

হেলিকপ্টার দুর্ঘটনায় পাকিস্তানের ৬ সেনা কর্মকর্তার মৃত্যু

অনলাইন ডেস্ক :

পাকিস্তানের বেলুচিস্তানের লাসাবেলা এলাকায় হেলিকপ্টার দুর্ঘটনায় পাকিস্তান সেনাবাহিনীর কোয়েট্টা কর্পসের লেফটেনেন্ট জেনারেল সরফরাজ আলিসহ ৬ জনের মৃত্যু হয়েছে। নিহতরা সবাই হেলিকপ্টারের যাত্রী ছিলেন। ঘটনার সঙ্গে বেলুচিস্তানের বিদ্রোহীদের যোগ রয়েছে বলে মনে করা হচ্ছে। হিন্দুন্তান টাইমস এ তথ্য জানিয়েছে। লেফটেনেন্ট জেনারেল সরফরাজ আলি ছাড়াও নিহতদের মধ্যে রয়েছেন ব্রিগেডিয়ার হানিফ, মেজর সইফ, মেজর তালহা, নায়েক মুদাসসের। জানা গিয়েছে, সোমবার বেলুচিস্তানের লাসাবেলা থেকে রওনা হওয়ার পরই কন্ট্রোল রুমের সঙ্গে সংযোগ হারায় এই হেলিকপ্টার। বেলুচিস্তানের দক্ষিণ পশ্চিম এলাকায় ওই ভেঙে পড়া হেলিকপ্টারের খোঁজে জোরদার তল্লাশি পর্ব শুরু হয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, পাকিস্তানের ওই পার্বত্য অঞ্চল বেশ দুর্গম। কাজেই ওই এলাকায় হেলিকপ্টারের ধ্বংসাবশেষ খুঁজে বের করতে বেশ বেগ পেতে হচ্ছে প্রশাসনকে। এমনকি ওই হেলিকপ্টারে কেউ আহত অবস্থায় বেঁচে রয়েছেন কি নাও জানে না প্রশাসন। বলা হচ্ছে, এইভাবে সেনা হেলিকপ্টার নিখোঁজ হওয়ার ঘটনা পাকিস্তানের নিরাপত্তার জন্য বেশ ভয়ঙ্কর। সূত্রের দাবি, বেলুচিস্তান লিবারেশন আর্মিকে ঘটনার জন্য সন্দেহ করা হলেও এখন পর্যন্ত এই ঘটনায় তাদের কোনও বক্তব্য জানায়নি। ঘটনার পর থেকে প্রাক্তন পাকিস্তান প্রধানমন্ত্রী ইমরান খান সহ অনেকেই নিজের শোকবার্তা জানিয়েছেন।