November 18, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Wednesday, March 29th, 2023, 8:18 pm

১০০ মিলিয়ন হ্যাজার্ডের মূল্য এখন কত?

অনলাইন ডেস্ক :

চেলসি ছেড়ে ২০১৯ সালে ১০০ মিলিয়ন ইউরোতে স্প্যানিশ ক্লাব রিয়াল মাদ্রিদে যোগ দেন বেলজিয়ান ফরোয়ার্ড এডেন হ্যাজার্ড। তবে রিয়ালে যোগ দেয়ার পর থেকে ইনজুরি তাকে ভুগিয়েই যাচ্ছেন। যার কারণে বেঞ্চেই বসে থাকতে হচ্ছে তাকে। দলের সফলতায় দায়িত্ব পালন করতে না পারায় এখন সে ১০০ মিলিয়ন ইউরোর হ্যাজার্ডের মূল্য দাঁড়িয়েছে মাত্র ৫ মিলিয়নে। চেলসিকে সাফল্যের চূড়ায় নিয়ে বেশ গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন এডেন হ্যাজার্ড। চেলসিকে ইউরোপা লিগ কিংবা প্রিমিয়ার লিগ শিরোপা জেতানোতে ক্লাবের প্রধান খেলোয়াড় ছিলেন এই বেলজিয়ান ফুটবলার। তবে রিয়াল মাদ্রিদে যোগ দেয়ার পর থেকেই একে একে নানা ইনজুরিতে পড়েন তিনি। ইনজুরির কারণে বেশির ভাগ সময় তাকে বেঞ্চেই দেখা গেছে। আর এখন তো শুরুর একাদশে জায়গা না পেলে বেঞ্চেও বসে থাকেন না হ্যাজার্ড। এদিকে রিয়ালের নিয়মিত দলের কেউ ইনজুরিতে না পড়লে তার খেলার সম্ভাবনা কম। এমনকি করিম বেনজেমা ইনজুরিতে পড়লে রিয়াল কোচ কার্লো আনচেলত্তি বিকল্প স্ট্রাইকার হিসেবে রদ্রিগো গোয়েসকে শুরুর একাদশে রাখেন। ভিনিসিয়সের বদলে খেলান মার্কো অ্যাসেনসিওকে। এমন এক অবস্থায় হ্যাজার্ডের মূল্য কমবে তা প্রত্যাশাই ছিল। ফুটবলের ট্রান্সফার মার্কেট ডটকম হ্যাজার্ডের বাজারদর জানিয়েছে মাত্র ৫ মিলিয়ন ইউরো। তবে যখন চেলসি ছেড়ে হ্যাজার্ড রিয়ালে যোগ দিয়েছিলেন, তখন তার মূল্য বেড়ে দাঁড়িয়েছিল ১৫০ মিলিয়ন ইউরোতে। তবে ৩২ বছর বয়সী এই ফুটবলারের মূল্য এখনও বাড়ার সম্ভাবনা রয়েছে। নিয়মিত দলে জায়গা পেলে এবং গোলের দেখা পেলে তার মূল্য আরও বেড়ে যাবে। আর হ্যাজার্ডের মূল্য ৫ মিলিয়ন ইউরো হলেও তাকে এই দামে কিনতে পারবেনা কেউ। রিয়াল মাদ্রিদের হয়ে লিগে এখন পর্যন্ত ৫১ ম্যাচে মাঠে নেমেছেন হ্যাজার্ড। যেখানে তার গোল সংখ্যা মাত্র ৪টি। ২০২৪ সালের ৩০ জুন রিয়ালের সঙ্গে চুক্তি শেষ হবে হ্যাজার্ডের।