হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ রেলওয়ের আওতাধীন রাদগাঁওয়ে তেলবাহী ট্রেনের লাইনচ্যুত ওয়াগন দু’টি উদ্ধার করা হয়েছে। ফলে ১৩ ঘণ্টা পর সিলেটের সঙ্গে ঢাকা-চট্টগামের রেল যোগাযোগ স্বাভাবিক হয়েছে।
বুধবার (২২ নভেম্বর) রাত ৮টার দিকে বাহুবল উপজেলার রাদগাও এলাকায় সিলেটগামী তেলবাহী ট্রেনের দু’টি ওয়াগন লাইনচ্যুত হয়। এতে সিলেটের সঙ্গে সারা দেশের ট্রেন যোগাযোগ বন্ধ হয়ে যায়।
বুধবার দিবাগত রাত আড়াইটায় আখাউড়া থেকে উদ্ধারকারী ট্রেন আসে। দীর্ঘ ১৩ ঘণ্টা উদ্ধার কাজ পরিচালনার পর স্বাভাবিক হয় রেল যোগাযোগ।
বৃহস্পতিবার (২৩ নভেম্বর) সকাল পৌনে ৯ টায় বগিগুলো উদ্ধারের পর দুর্ঘটনা কবলিত ট্রেনটি সিলেটের উদ্দেশে ছেড়ে যায়।
শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশনের স্টেশন মাস্টার আবুল খায়ের চৌধুরী বলেন, বুধবার (দিবাগত) রাত আড়াইটা থেকে বৃহস্পতিবার সকাল পৌনে ৯টা পর্যন্ত টানা ১৩ ঘণ্টা উদ্ধার কাজ করা হয়েছে।
এখন সিলেটের সঙ্গে ঢাকা ও চট্টগ্রামের রেল যোগাযোগ স্বাভাবিক হয়েছে বলে জানান তিনি।
—-ইউএনবি
আরও পড়ুন
আশুলিয়ায় পুলিশের সঙ্গে সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে শ্রমিকের মৃত্যু, আহত ২
তিস্তার পানি কমতে থাকলেও বেড়েছে ভাঙন আতঙ্ক
সিরাজগঞ্জে দ্রুত গতিতে বাড়ছে যমুনার পানি