May 3, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Thursday, July 21st, 2022, 9:37 pm

২৪ বছর ধরে হোল্ডিং ট্যাক্স না দেয়ায় গণস্বাস্থ্য কেন্দ্র হাসপাতালে ডিএসসিসির অভিযান

১৯৯৮-৯৯ অর্থবছর থেকে হোল্ডিং ট্যাক্স না দেয়ায় গণস্বাস্থ্য নগর হাসপাতালে অভিযান চালিয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) একটি দল।

হোল্ডিং ট্যাক্স বার্ষিক স্থানীয় নাগরিক সংস্থার পক্ষ থেকে দেয়া সম্পত্তি কর।

বারবার নোটিশ দিয়েও ২৪ বছরের হোল্ডিং ট্যাক্স পরিশোধ না করায় বুধবার ডিএসসিসির সম্পত্তি কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুনিরুজ্জামানের নেতৃত্বে একটি দল হাসপাতালটি সিলগালা করার জন্য অভিযান পরিচালনা করে।

নাগরিক সংস্থাটি এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, এই হাসপাতালটি ২৪ বছর ধরে ডিএসসিসিকে দুই কোটি ৪০ হাজার টাকার হোল্ডিং ট্যাক্স পরিশোধ করেনি।

মুনিরুজ্জামান বলেন, ‘এক বছরের বেশি সময় ধরে অনেক নোটিশ এবং রিমাইন্ডার সত্ত্বেও, হাসপাতাল কর্তৃপক্ষ কোনো সাড়া দেয়নি।’

তিনি আরও বলেন, ‘তবে অভিযান চলাকালীন হাসপাতাল কর্তৃপক্ষ প্রাথমিকভাবে ১০ লাখ টাকা পরিশোধ করেছে এবং মেয়রের সঙ্গে আলোচনা করে বাকি বকেয়া পরিশোধ করার প্রতিশ্রুতি দিয়েছে।’

—ইউএনবি