অনলাইন ডেস্ক :
টেস্ট র্যাঙ্কিংয়ে ভারতের হয়ে ইতিহাস গড়েছেন জসপ্রীত বুমরা। ভারতের প্রথম পেসার হিসেবে র্যাঙ্কিংয়ের শীর্ষস্থান দখলে নিয়েছেন তিনি। সর্বশেষ প্রকাশিত র্যাঙ্কিংয়ে বুমরা তিন ধাপ এগিয়েছেন। ইতিহাস গড়তে সতীর্থ রবিচন্দ্রন অশ্বিনকে শীর্ষস্থান থেকে সরিয়েছেন তিনি। বুমরার এতদিন সর্বোচ্চ র্যাঙ্কিং ছিল তিন নম্বর। ভারতের কোনো পেসারের সর্বোচ্চ র্যাঙ্কিং ছিল দুই। ১৯৭৯ সালের ডিসেম্বর থেকে ১৯৮০ সালের ফেব্রুয়ারি পর্যন্ত সেটা দখলে নিতে পেরেছিলেন ভারতীয় লিজেন্ড কপিল দেব। বুমরা ছাড়া জহির খানও ২০১০ সালের অক্টোবর-নভেম্বর তিনে উঠতে পেরেছিলেন।
বুমরা ইংল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় টেস্টে ৯১ রানে ৯ উইকেট শিকারের পরই র্যাঙ্কিংয়ে এই পুরস্কার পেয়েছেন। বিশাখাপত্তনমে ওই ম্যাচের সেরা খেলোয়াড়ও ছিলেন তিনি। তার দারুণ বোলিংয়ে ওই ম্যাচ জিতে সিরিজে ১-১ সমতা ফেরায় ভারত। প্রথম ইনিংসে নেন ৬ উইকেট। ৩৪তম টেস্টে যা ছিল তার দশতম পাঁচ উইকেট শিকারের নজির। দ্বিতীয় টেস্টে ডাবল সেঞ্চুরি পাওয়া ভারতের ওপেনার যশস্বী জয়সওয়ালও র্যাঙ্কিংয়ে বড় লাফ দিয়েছেন। ৩৭ ধাপ এগিয়ে জায়গা করে নিয়েছেন ২৯ নম্বরে। বিশাখাপত্তনমে ক্যারিয়ার সেরা ২০৯ রানের ইনিংস খেলেছিলেন তিনি। টেস্ট ব্যাটারদের র্যাঙ্কিংয়ে বরাবরের মতো শীর্ষস্থান ধরে রেখেছেন নিউজিল্যান্ডের কেন উইলিয়ামসন। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দুই ইনিংসে পেয়েছেন সেঞ্চুরি (১১৮ ও ১০৯)।
আইসিসি টেস্ট বোলারদের র্যাঙ্কিং
১. জসপ্রীত বুমরা (রেটিং ৮৮১)
২. কাগিসো রাবাদা (রেটিং ৮৫১)
৩. রবিচন্দ্রন অশ্বিন (রেটিং ৮৪১)
৪. প্যাট কামিন্স (রেটিং ৮২৮)
৫. জশ হ্যাজলউড (রেটিং ৮১৮)
আরও পড়ুন
কানপুর টেস্টে মুমিনুলের সেঞ্চুরি, বাংলাদেশের সংগ্রহ ২৩৩ রান
আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার বিয়য়ে যা বললেন তামিম
অক্টোবরে বাংলাদেশে সফরে আসছে দক্ষিণ আফ্রিকা