অনলাইন ডেস্ক :
রিয়াল মাদ্রিদ বড় ধাক্কা খেলো। তাদের তারকা খেলোয়াড় জুড বেলিংহ্যাম লা লিগায় পরের দুই ম্যাচে খেলতে পারবেন না। সেল্টা ভিগো ও ওসাসুনার বিপক্ষে নিষিদ্ধ হয়েছেন তিনি। গত শনিবার ভ্যালেন্সিয়ার বিপক্ষে রিয়ালের তখন ২-২ সমতা। শেষ দিকে যোগ হওয়া সময়ে জয়সূচক গোলটিও করে ফেলেছিলেন বেলিংহ্যাম। কিন্তু তার আগেই রেফারি শেষ বাঁশি বাজালে বাতিল হয়ে যায় তার গোল! তাই ২-২ ড্র ছাপিয়ে আলোচিত হয় রেফারির শেষ বাঁশি। লা লিগার ম্যাচের শেষ দিকে ঘটনাটা অনেক দূর পর্যন্ত গড়িয়েছে।
ব্রাহিম দিয়াজের ক্রস থেকে হেড করে বেলিংহ্যাম জাল কাঁপিয়েছিলেন। ঠিক গোলের আগেই ম্যাচ শেষের বাঁশি বাজান রেফারি জেসুস গিল মানজানো। ক্ষিপ্ত হয়ে রিয়াল মাদ্রিদের খেলোয়াড়রা তখন রেফারিকে ঘিরেও ধরেছিলেন। প্রতিক্রিয়া দেখানোর অপরাধে লাল কার্ড দেখেছেন বেলিংহ্যাম। এবার রেফারির প্রতি অবজ্ঞাসূচক মনোভাবের কারণে দুই ম্যাচ নিষিদ্ধ হলেন বেলিংহ্যাম। ২২ ম্যাচে ১৬ গোল করে এই মিডফিল্ডার লিগের শীর্ষ গোলদাতা।
আরও পড়ুন
তীব্রতর হচ্ছে ইসরায়েলি হামলায় লেবাননে যুদ্ধ
হারিকেন হেলেনে যুক্তরাষ্ট্রে অন্তত ৯০ জনের মৃত্যু
নেপালে ভয়াবহ বন্যা, ভূমিধসে মৃত্যু বেড়ে ১৯২