অনলাইন ডেস্ক :
সর্বশেষ এশিয়ান গেমসে বাংলাদেশের গোলপোস্টের নিচে আস্থার প্রতীক হয়ে ছিলেন মিতুল মারমা। এই আসরে নিজের দক্ষতা প্রমাণের ফল হিসেবে বিশ্বকাপ বাছাইয়ে মালদ্বীপের বিপক্ষে ঘরে-বাইরে দুই লেগে একাদশে সুযোগ পেয়ে নিজেকে প্রমাণ করেছিলেন তরুণ এই গোলরক্ষক। যদিও নিষেধাজ্ঞার কারণে অভিজ্ঞ আনিসুর রহমানের না থাকা সুযোগের দরজা খুলে দিয়েছিল মিতুলের জন্য। সুযোগ পেয়ে তা কাজে লাগিয়ে মিতুলও জানান দেন, জাতীয় দলকে সার্ভিস দেওয়ার জন্য তিনিও প্রস্তুত। নিষেধাজ্ঞা কাটিয়ে আবারো জাতীয় দলে ফিরেছেন আনিসুর রহমান। ফিলিস্তিনের বিপক্ষে দুটি ম্যাচের স্কোয়াডে আছেন তিনি। আনিসুর ফেরায় শুরুর একাদশে জায়গা পাওয়া নিয়ে তাই মিতুলের চ্যালেঞ্জ অনেকটা বেড়ে গেছে।
এই দুজনের সঙ্গে লড়াইয়ে আছেন বসুন্ধরা কিংসের তরুণ গোলরক্ষক মেহেদী হাসান শ্রাবণ। কিংসের জার্সিতে এএফসি কাপ ও লিগে বেশ ছন্দেই ছিলেন শ্রাবণ। আনিসুরের অভাব কিংসের জার্সিতে তেমন বুঝতেই দেননি তিনি। লেবাননের বিপক্ষে কিংস অ্যারেনায় মিতুল প্রথমার্ধে চোট নিয়ে মাঠ ছাড়লে সেদিন জাতীয় দলে অভিষেক হয় শ্রাবণের। তাইতো জাতীয় দলের গোলরক্ষক পজিশনে এখন যেন ত্রিমুখী লড়াই। এই লড়াইটাই জিততে চান মিতুল, ‘জাতীয় দলে সব পজিশন প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ, এখানেও (গোলরক্ষক) জায়গা পাওয়ার লড়াইটা বেশি।
সর্বশেষ যে ম্যাচগুলোতে আমি খেলেছি, সে সময় জিকো ভাই ছিলেন না। উনি এখন ফিরেছেন। সে হিসেবে এখানে আমাদের সামনে অনেক বড় একটা চ্যালেঞ্জ। আমি চেষ্টা করব, নিজের সর্বোচ্চটুকু দিয়ে একাদশে জায়গা করে নেওয়ার। শেষ পর্যন্ত ফিলিস্তিনের বিপক্ষে একাদশে সুযোগ মেলে কার সেটাই এখন দেখার। সৌদি আরবের আল তাইফ শহরের কিং ফাহাদ স্পোর্টস সিটি স্টেডিয়ামে গত মঙ্গলবার তৃতীয় দিনের মতো অনুশীলন করেছে বাংলাদেশ দল। নিবিড় অনুশীলন হওয়ায় ফুটবলাররা উপভোগ করছেন জানালেন মিতুল, ‘এখানে অনুশীলন আমরা অনেক উপভোগ করছি।
কোচ নতুন নতুন বিষয় নিয়ে কাজ করছেন। আমরা কঠোর পরিশ্রম করছি এবং সবকিছু উপভোগ করছি। অনেক ভালো সুযোগ-সুবিধা পাচ্ছি, ট্রেনিং ক্যাম্প, মাঠ, হোটেল সবকিছু ভালো। ওই হিসেবে আমাদের লক্ষ্য থাকবে ফিলিস্তিন ম্যাচে ভালো কিছু হবে।’ সৌদিতে ১৭ মার্চ পর্যন্ত কন্ডিশনিং ক্যাম্প করে কুয়েতের উদ্দেশে রওনা দেবে বাংলাদেশ দল। ২১ মার্চ সেখানে হবে ফিলিস্তিনের বিপক্ষে বিশ্বকাপ বাছাইয়ের প্রথম লেগের ম্যাচটি।
আরও পড়ুন
কানপুর টেস্টে মুমিনুলের সেঞ্চুরি, বাংলাদেশের সংগ্রহ ২৩৩ রান
আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার বিয়য়ে যা বললেন তামিম
অক্টোবরে বাংলাদেশে সফরে আসছে দক্ষিণ আফ্রিকা