November 24, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Thursday, October 7th, 2021, 8:08 pm

এবার বোলারদের জন্য আসছে ‘ফ্রি ডেলিভারি’

ফাইল ছবি

অনলাইন ডেস্ক :

ক্রিকেটে এখন ব্যাটসম্যানদেরই প্রাধান্য দেওয়া হয়। এর পেছনে যুক্তি হলো, দর্শকরা টিকিট কেটে চার-ছক্কা দেখতে যান। তারা নিশ্চয়ই একের পর এক উইকেটের পতন দেখতে চান। তাতে ম্যাড়ম্যাড়ে হয়ে যায় ম্যাচ। এই ভাবনা থেকেই আইসিসির আধুনিক আইনগুলো বেশিরভাগই ব্যাটিং বান্ধব। যেমন ফ্রি হিট। কোনো বোলার নো বল করলে ব্যাটসম্যানের জন্য এই বাড়তি সুবিধা দেওয়া হয়। এবার বোলারদের জন্যও ভাবতে শুরু করেছে অস্ট্রেলিয়ার ক্রিকেট। অস্ট্রলিয়ার ঘরোয়া বিগ ব্যাশ লিগে বোলারদের জন্য চালু করা হচ্ছে ‘ফ্রি ডেলিভারি’। এর পেছনের কারণটাও বেশ অদ্ভুত। সংক্ষিপ্ত সময়ের খেলা টি-টোয়েন্টি ক্রিকেটে ম্যাচ দ্রুত শেষ করতে হয়। সেটা না পারলে গুনতে হয় জরিমানা। এরপরও ম্যাচ শেষ করতে দেরি হয়েই যাচ্ছে। এই অতিরিক্ত সময় কমিয়ে আনার জন্য ‘ফ্রি ডেলিভারি’ আইন চালুর কথা ভাবছে অস্ট্রেলিয়ান ক্রিকেট বোর্ড। ব্যাটসম্যান যদি ক্রিজে আসতে দেরি করে, সেক্ষেত্রে বোলার পাবেন ‘ফ্রি ডেলিভারি’। এমসিসির আইনের ৪০.১.১ ধারা অনুযায়ী, কোনো ব্যাটসম্যান আউট হলে বা চোট পেয়ে উঠে যাওয়ার তিন মিনিটের মধ্যে পরের ব্যাটসম্যানকে ক্রিজে এসে গার্ড নেওয়ার অবস্থানে থাকতে হবে। না হলে সে ব্যাটসম্যান ‘টাইম আউট’ হয়ে ফিরে যাবেন। বিগ ব্যাশ এই সময় কমিয়ে ১ মিনিটে এনেছে। তারপরও দেরি করছেন ব্যাটসম্যানরা। তাই প্রস্তাবিত আইনে বলা হয়েছে, ৭৫ সেকেন্টের মাঝে নতুন ব্যাটসম্যান ক্রিজে আসতে ব্যর্থ হলে বোলার ফ্রি ডেলিভারি করবেন। ব্যাটসম্যান ওই বলে কিছুই করতে পারবেন না। আর বল যদি স্টাম্পে আঘাত হানে, তাহলে ব্যাটসম্যানকে কোনো ডেলিভারি মোকাবেলা না করেই প্যাভিলিয়নে ফিরতে হবে। আর যদি সেই ‘ফ্রি ডেলিভারি’ স্টাম্পে আঘাত না হানে, তাহলে ব্যাটসম্যান ইনিংস শুরু করার অনুমতি পাবেন। এর পাশাপাশি ব্যাটসম্যানদের পানি পান এবং গ্লাভস বদলের জন্য নির্ধারিত সময় বেঁধে দেওয়া হতে পারে। ৫ম, ১০ম বা ১৫তম ওভার শেষেই ব্যাটসম্যানরা এই সুবিধা পাবেন। এতদিন যে কোনো ওভার শেষেই এসব করতে পারতেন ব্যাটসম্যানরা।