November 24, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Thursday, October 14th, 2021, 6:50 pm

কেনিয়ান অ্যাথলেটের রক্তাক্ত মরদেহ উদ্ধার, স্বামী পলাতক

অনলাইন ডেস্ক :

কেনিয়ার বিশ্ব রেকর্ডধারী অ্যাথলেট অ্যাগনেস টিরোপ। রক্তাক্ত অবস্থায় নিজ বাসা থেকে তার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এই হত্যাকান্ডে তার স্বামীকে সন্দেহ করছে তারা। বিশ্ব অ্যাথলেটিকস চ্যাম্পিয়নশিপসের দুইবারের ব্রোঞ্জ জয়ী দুই মাস আগে টোকিও অলিম্পিকে অংশ নেন টিরোপ। ৫ হাজার মিটার ফাইনালে চতুর্থ স্থান লাভ করেন ২৫ বছর বয়সী অ্যাথলেট। গত মাসে জার্মানিতে মেয়েদের ১০ কিলোমিটার রোড রেসে বিশ্ব রেকর্ড গড়েন টিরোপ। তার মৃত্যুর রহস্য উদঘাটনে তদন্ত শুরু করেছে পুলিশ। ঘটনার পর থেকে টিরোপের স্বামী নিখোঁজ। বুধবার ক্রাইম সিন তদন্তকারীরা টিরোপের বাসায় ছিলেন। মঙ্গলবার রাতে তার বাবা পুলিশকে জানায় মেয়েকে খুঁজে পাওয়া যাচ্ছে না। ইটেনের পুলিশ প্রধান টম মাকোরি বলেছেন, ‘যখন (পুলিশ) ঘরে ঢুকল, তারা টিরোপকে বিছানায় পায় এবং গোটা মেঝেতে রক্তের বন্যা বইছিল।’ তার গলায় ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন ছিল। ধারণা করা হচ্ছে ছুরিকাঘাত করা হয়েছে তাকে। তাতে মৃত্যু হয়েছে। তার পাকস্থলিতেও আঘাতের চিহ্ন পাওয়া গেছে। ওই কর্মকর্তা আরো বলেন, ‘তার স্বামী এখনো পলাতক। প্রাথমিক তদন্তে তার স্বামীকে সন্দেহ করা হচ্ছে। কারণ তাকে এখনো খুঁজে পাওয়া যায়নি। পুলিশ তাকে খুঁজে বের করার চেষ্টা করছে। টিরোপের কী হয়েছিল সেটা সেই বলতে পারবে।’ মাকোরি আরো যোগ করেন, পুলিশের বিশ্বাস বাড়িতে থাকা সিসিটিভি ফুটেজ তাদের তদন্তে সহায়ক হবে। দেশটির অ্যাথলেটিকস সংস্থা এক বিবৃতি দিয়েছে, ’বিশ্বের ১০ হাজার মিটারের ব্রোঞ্জ জয়ী অ্যাগনেস টিরোপের অকাল মৃত্যুতে অ্যাথলেটিকস কেনিয়া বিপর্যস্ত।’