অনলাইন ডেস্ক :
মেলবোর্নে অনুষ্ঠিত অ্যাশেজের তৃতীয় টেস্ট জিতে সিরিজ দখলে নিয়েছে অস্ট্রেলিয়া। মঙ্গলবার (২৮ ডিসেম্বর) তৃতীয় দিন সকালের প্রথম ঘণ্টায়ই তারা ইনিংস ও ১৪ রানের জয় তুলে নেয়। সোমবার ম্যাচের দ্বিতীয় দিনে এমসিজিতে ব্যাট ও বল হাতে দুর্দান্ত পারফরম্যান্স করেন ঘরের ছেলে মার্কাস হ্যারিস (৭৬ রান) এবং স্কট বোল্যান্ড (৭ রানে ৬ উইকেট)। এতে দর্শকদের উত্তেজনা আর উল্লাস চরমে পৌঁছে। মাত্রাতিরিক্ত মাতলামি করায় শতাধিক দর্শককে গ্যালারি থেকে বের করে দেওয়া হয়। বোল্যান্ডের ছিল এটা অভিষেক টেস্ট। দ্বিতীয় ইনিংসে ৭ রানে ৬ উইকেট নিয়ে তিনি ইংলিশদের একাই গুঁড়িয়ে দেন। জিতে নেন অভিষেকে ম্যাচসেরার পুরস্কার। এমন একের পর এক দুর্ধষ পারফরম্যান্স দেখে দর্শকরা স্টেডিয়ামেই তুমুল সেলিব্রেশনে মেতে ওঠেন। এর পরিমাণ এত বেশি ছিল যে শেষ পর্যন্ত নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। ডেইলি মেইলের প্রতিবেদন অনুযায়ী ভিক্টোরিয়া পুলিশ স্টেডিয়াম থেকে এক শর বেশি দর্শককে বের করে দেয়। অতিরিক্ত মদ্যপানের সঙ্গে গালিগালাজের বন্যা বইয়ে দিচ্ছিল মদ্যপ সমর্থকদের একাংশ। সেই সঙ্গে চলছিল ‘শোয়েই সেলিব্রেশন’। অর্থাৎ জুতার ভেতর মদ ঢেলে সেটা থেকে পান করা! টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের পর অজি ক্রিকেটাররা এভাবেই উদযাপন করেছিলেন। এতে স্টেডিয়ামে ব্যাপক বিশঙ্খলা তৈরি হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে হস্তক্ষেপ করতে হয় পুলিশকে। যাদের বহিষ্কার করা হচ্ছিল, মোবাইলে তাদের ছবি তোলার জন্যও দর্শকদের একাংশ আবার হুড়োহুড়ি শুরু করে দেয়। অনেক চেষ্টার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।
আরও পড়ুন
কানপুর টেস্টে মুমিনুলের সেঞ্চুরি, বাংলাদেশের সংগ্রহ ২৩৩ রান
আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার বিয়য়ে যা বললেন তামিম
অক্টোবরে বাংলাদেশে সফরে আসছে দক্ষিণ আফ্রিকা