অনলাইন ডেস্ক :
পাঁচ ম্যাচ সিরিজের চতুর্থ টি-টোয়েন্টিতে মঈন আলীর দুর্দান্ত পারফরম্যান্সে স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজকে হারিয়েছে ইংল্যান্ড। শনিবার দিবাগত রাতে বার্বাডোজের কিংস্টন ওভালে ৩৪ রানে জয় পেয়েছে ইংলিশরা। ফলে সিরিজে ২-২ এ সমতা এসেছে। টসে হেরে আগে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটে ১৯৩ সংগ্রহ করে ইংল্যান্ড। ভারপ্রাপ্ত অধিনায়ক মঈন আলী ২৮ বলে ৬৩ রানের ঝড়ো ইনিংস খেলেন। এই ইনিংস খেলার পথে মাত্র একটি চার মারলেও মঈন হাঁকিয়েছেন সাতটি ছক্কা। ওপেনার জেসন রয় ৪২ বলে ৫২ করেন। এ ছাড়া জেমস ভিন্সের ব্যাট থেকে আসে ৩৪ রান। ক্যারিবীয়দের পক্ষে জেসন হোল্ডার ৪৪ রানে চারটি উইকেট নেন। ১৯৪ রানের জয়ের লক্ষ্যে খেলতে নেমে ২০ ওভারে ৫ উইকেটে ১৫৯ রান তুলতে সমর্থ হয় ওয়েস্ট ইন্ডিজ। স্বাগতিকদের পক্ষে কাইল মেয়ার্স ২৩ বলে ৪০ রান করেন। হোল্ডার খেলেন ২৪ বলে ৩৬ রানের ইনিংস। অধিনায়ক কাইরন পোলার্ড ১৬ বল খেললেও ১৮ রানের বেশি করতে পারেননি। দুর্দান্ত ব্যাটিংয়ের পর বল হাতেও দুটি উইকেট নিয়েছেন মঈন আলী। এছাড়া রিসে টপলি, আদিল রশিদ ও লিয়াম লিভিংস্টোন একটি করে উইকেট লাভ করেন। ইংল্যান্ডের এই জয়ের ফলে ৪ ম্যাচ শেষে সিরিজে ২-২ সমতা বিরাজ করছে।
আরও পড়ুন
কানপুর টেস্টে মুমিনুলের সেঞ্চুরি, বাংলাদেশের সংগ্রহ ২৩৩ রান
আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার বিয়য়ে যা বললেন তামিম
অক্টোবরে বাংলাদেশে সফরে আসছে দক্ষিণ আফ্রিকা