November 27, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Monday, February 14th, 2022, 7:49 pm

আবারও হাসপাতালে পেলে

অনলাইন ডেস্ক :

কোলন টিউমারের সঙ্গে লড়াইয়ে অংশ হিসেবে আবার হাসপাতালে ভর্তি হয়েছেন পেলে। ব্রাজিলের এই কিংবদন্তি নিজেই জানিয়েছেন, সাও পাওলোতে ফের কেমোথেরাপি দেওয়া হবে তাকে। শারীরিক কিছু সমস্যা দেখা দেওয়ায় গত সেপ্টেম্বরের শুরুতে হাসপাতালে নেওয়া হয়েছিল পেলেকে। সেখানেই তার টিউমার ধরা পড়ে এবং অস্ত্রোপচার করে তা অপসারণ করা হয়। তখন হাসপাতাল কর্তৃপক্ষ বলেছিল, ৮১ বছর বয়সী এই ফুটবল কিংবদন্তির কেমোথেরাপি চলবে। নিজের ইনস্টাগ্রাম পাতায় সোমবার একটি ছবি পোস্ট করে পেলে লিখেছেন, “বন্ধুরা, যেমনটা আমি গত কয়েক মাস ধরে করে আসছি, আমার চিকিৎসা চালিয়ে যেতে আমি হাসপাতালে যাচ্ছি।” “আমি এরই মধ্েয একটি বড় টিভি ও পপকর্ন অর্ডার করেছি যেন পরে আমি সুপার বৌল দেখতে পারি। আমার বন্ধু টম ব্র্যাডি না খেললেও আমি ম্যাচটি দেখব। ভালোবাসাময় সব বার্তার জন্য ধন্যবাদ।” অনেকের মতেই ইতিহাসের সেরা ফুটবলার পেলে সাম্প্রতিক বছরগুলোয় নানা রোগের সঙ্গে লড়াই করছেন। শরীরের পেছন দিকের অস্ত্রোপচারের পর এখন তিনি সহায়তা ছাড়া হাঁটতে পারেন না। শরীরের আরও কিছু সমস্যায় ভুগতে হয়েছে তিনটি বিশ্বকাপ জয়ী তারকাকে। ব্রাজিলের হয়ে ১৯৫৮, ১৯৬২ ও ১৯৭০ বিশ্বকাপ জেতা পেলে ৯২ ম্যাচে ৭৭ গোলে এখনও দেশটির ইতিহাসে সর্বোচ্চ গোলদাতা।