November 27, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Saturday, February 19th, 2022, 7:42 pm

দক্ষিণ আফ্রিকাকে পরাজিত করল স্বাগতিক নিউজিল্যান্ড

অনলাইন ডেস্ক :

দক্ষিণ আফ্রিকা যে বড় ব্যবধানে হারতে যাচ্ছে তা আগের দিনই ধারণা করা গেছে। শেষ পর্যন্ত হলোও তাই। ক্রাইস্টচার্চ টেস্টের তৃতীয় দিনেই ইনিংস ও ২৭৬ রানের বিশাল ব্যবধানে সফরকারী দক্ষিণ আফ্রিকাকে পরাজিত করেছে স্বাগতিক নিউজিল্যান্ড। ম্যাচসেরা হয়েছেন ম্যাট হেনরি। তৃতীয় দিন সকালে ব্যাটিং করতে নামার সময় কিউইদের থেকেও ৩৫৩ রানে পিছিয়ে ছিল প্রোটিয়ারা। হাতে ছিল ৭ উইকেট। কিন্তু শনিবার (১৯ ফেব্রুয়ারি) স্কোরবোর্ডে মাত্র ৭৭ রান যোগ করতে সক্ষম হয়েছে সফরকারীরা। এতে নিজেদের দ্বিতীয় ইনিংসে ১১১ রানেই অলআউট হয়ে যায় তারা। এর আগে প্রথম ইনিংসেও মাত্র ৯৫ রানে অলআউট হয়েছিল দলটি। দ্বিতীয় ইনিংসে দক্ষিণ আফ্রিকার পক্ষে সর্বোচ্চ ৪১ রান করেন টেম্বা ভুবামা। এ ছাড়া কাইল ভেরেইন ৩০, গ্লেন্টন হেলসম্যান ১১ ও মার্কো জ্যানসেন ১০ রান করেন। আর কেউ দুই অঙ্কের ঘরে পৌঁছাতে পারেননি। নিউজিল্যান্ডের বোলারদের মধ্যে সর্বোচ্চ ৫ উইকেট শিকার করেন টিম সাউদি। এ ছাড়া ম্যাট হেনরি ২টি, নিল ওয়াগনার ২টি ও একটি উইকেট নেন কাইল জেমিসন।
সংক্ষিপ্ত স্কোর
দক্ষিণ আফ্রিকা (প্রথম ও দ্বিতীয় ইনিংস) ৯৫/১০, ১১১/১০
হামজা ২৫, ভেরেইন ১৮; ভুবামা ৪১, ভেরেইন ৩০
হেনরি ৭/২৩, টিম সাউদি ৫/৩৫
নিউজিল্যান্ড (প্রথম ইনিংস) ৪৮২/১০
নিকোলস ১০৫, বান্ডেল ৯৬, ম্যাট হেনরি ৫৮*, কনওয়ে ৩৬;
ওলিভিয়ের ৩/১০০