November 27, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Sunday, March 27th, 2022, 7:41 pm

ক্যারিয়ারে নিজের সেরা সময়ে তাসকিন: মাশরাফি

অনলাইন ডেস্ক :

দেশ ও দেশের বাইরের পারফরম্যান্স মিলিয়ে এই মুহূর্তে বাংলাদেশের সেরা পেস বোলার তাসকিন আহমেদ। এ নিয়ে কেউ দ্বিমত পোষণ করবে না বলেই মনে করি। কারণটা তাসকিন নিজেই। অফ ফর্ম ও চোট পেছনে ফেলে দীর্ঘ তিন বছর পর জাতীয় দলে ফিরে এসেছেন। করোনা পরবর্তী সময়ে দলে ফিরে তিন ফরম্যাটেই নিজেকে মেলে ধরেন। প্রতিনিয়ত নিজেকে ছাপিয়ে যাচ্ছেন। বিশ্ববাসী নতুন তাসকিনকে চিনতে পারে গত বছরের টি-টোয়েন্টি বিশ্বকাপে। সেই আসরে বাংলাদেশ দলগতভাবে খারাপ পারফরম্যান্স করলেও উজ্জ্বল ছিলেন তাসকিন। তার বোলিংয়ের প্রশংসা করেছেন বিশ্বের অনেক নামিদামি ক্রিকেট বিশ্লেষকরা। আর ধারাবাহিক পারফরম্যান্সের ফল পেলেন দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সদ্য সমাপ্ত ওয়ানডে সিরিজে। ক্যারিয়ারে দ্বিতীয়বারের মতো পাঁচ উইকেট শিকার ও প্রথমবার সিরিজ সেরা। বিদেশের মাটিতে বাংলাদেশি পেসার সিরিজ সেরা হয়েছে! এটা প্রশংসারই দাবিদার। ডাক পেয়েছেন আইপিএল থেকেও। তবে সবার পরামর্শে আপাতত ভারতীয় টুর্নামেন্টে না খেলার সিদ্ধান্ত নিয়েছেন। কারণ, আগামী বৃহস্পতিবার থেকে প্রোটিয়াদের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ শুরু হচ্ছে। দেশের জন্য খেলতে চান তাসকিন। জানিয়েছেন, আগে দেশ, তারপর বাকি সব। মোটকথা, এই মুহূর্তে ক্যারিয়ারে নিজের সেরা সময়ে আছেন ঢাকা এক্সপ্রেস। তাইতো তাসকিনকে মাটিতে পা রাখার পরামর্শ দিয়েছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। জাতীয় দলে আসার পরই তারকাখ্যাতি পেয়ে যান তাসকিন। এরপর আবার হারিয়েও যান। অনেকেই তার শেষও বলে দিয়েছিল। সেই তাসকিন আবার ফিরে এসেছে এবং বেশ ভালোভাবেই। রোববার (২৭ মার্চ) সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মাশরাফি বলেন, ‘তাসকিন তার পরিশ্রমের ফল পাচ্ছে। করোনার সময় কঠোর পরিশ্রম করেছিল, এখন ফল পাচ্ছে। এখন ওর সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় যাচ্ছে। এখন ও নিজেকে কীভাবে নিয়ন্ত্রণ করবে, তাসকিন আসলে অন্যরকম পরিবেশ কাজ করবে। মিডিয়া ও মানুষজন তার পেছনে থাকবে।’ তিনি বলেন, ‘মাটিতে পা রেখে এগুলো নিয়ন্ত্রণ করা ঠিক কাজগুলো নিয়মিত করে যাওয়া। আর তার কাজ যে শুধু মাঠে, এটা সবসময় অনুধাবন করা, আমি নিশ্চিত ও করবে। ক্যারিয়ারের শুরুতে ৫ উইকেট পাওয়া ওর সেটব্যাক ছিল এবং এরপর আবার ঘুরে দাঁড়ানো। আমি আশা করি ও বিষয়টা অনুধাবন করেছে।’ মাশরাফি বিশ্বাস করেন তাসকিন এবার আর হারিয়ে যাবেন না। দেশসেরা এই অধিনায়ক বলেন, ‘তাসকিন যখন পরিশ্রম থেকে ফল পেয়েছে, আমার বিশ্বাস সে এ ধরনের ভুল আর করবে না। কেবল ও না, সবার ক্ষেত্রেই বলছি। দিনশেষে খেলাটাই সব।’