অনলাইন ডেস্ক :
থাইয়ের ইনজুরিতে পড়েছেন এ্যাথলেটিকো মাদ্রিদের মিডফিল্ডার হেক্টর হেরেরা। যে কারণে আগামী সপ্তাহে ম্যানচেস্টার সিটির বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে প্রথম লেগে তার খেলা নিয়ে শঙ্কা দেখা দিয়েছে। ৩১ বছর বয়সী হেরেরা এবারের মৌসুমে এ্যাথলেটিকোর হয়ে ২৪টি ম্যাচ খেলেছেন। ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগের শেষ ১৬’র ম্যাচের দুই লেগেই তিনি মূল একাদশে ছিলেন। এক বিবৃতিতে এ্যাথলেটিকোর পক্ষ থেকে জানানো হয়েছে, বুধবার অনুশীলন সেশন শেষে হেরেরা কিছুটা অস্তস্তি বোধ করায় তাকে ডাক্তারি পরীক্ষা করানো হয়। সেখানেই তার থাইয়ের ইনজুরি ধরা পড়েছে। ইতোমধ্যেই তাকে পুনর্বাসন প্রক্রিয়ায় পাঠানো হয়েছে। প্রতিদিনই তার ইনজুরির মাত্রা পর্যবেক্ষন করা হচ্ছে।
আরও পড়ুন
কানপুর টেস্টে মুমিনুলের সেঞ্চুরি, বাংলাদেশের সংগ্রহ ২৩৩ রান
আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার বিয়য়ে যা বললেন তামিম
অক্টোবরে বাংলাদেশে সফরে আসছে দক্ষিণ আফ্রিকা