November 27, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Monday, April 4th, 2022, 7:57 pm

বাবর আজমকে বিগব্যাশে দেখতে চান ফিঞ্চ

অনলাইন ডেস্ক :

বাবর আজম পাকিস্তানের ক্রিকেটের এখন বড় নাম। দারুণ পারফরম্যান্সের কারণে বিশ্ব ক্রিকেটেও তার অবস্থান এখন অনেক উপরে। তার মতো ক্রিকেটারকে বিগ ব্যাশে যেকোনো দল নিতে চাইবে বলে মনে করেন অস্ট্রেলিয়ার সীমিত ওভারের অধিনায়ক অ্যারন ফিঞ্চ।
বিগ ব্যাশে মেলবোর্ন রেনেগেডসের হয়ে অনেকদিন ধরে খেলে যাচ্ছেন ফিঞ্চ। নিজের দলেই বাবরকে নেয়ার ইঙ্গিত দিয়েছেন অজি অধিনায়ক। যদিও মজা করেই কথাটা বলেছিলেন তিনি। তবে ফিঞ্চের ইঙ্গিতে অভূতপুর্ব সাড়া দিয়েছে মেলবোর্ন রেনেগেডস ভক্তরা। পাকিস্তানের বিপক্ষে তৃতীয় ও শেষ ওয়ানডে শেষে ফিঞ্চ বলেন, ‘আমি শুধু বাবরকে জিজ্ঞেস করেছি যে সে মেলবোর্ন রেনেগেডসের হয়ে খেলতে আগ্রহী কিনা। সে জানিয়েছে, অবশ্যই রাজি। আশা করি, আমরা আগামীকাল চুক্তির ঘোষণা দিতে পারি।’ একটু পরই ফিঞ্চ হেসে বলেন, ‘এটা শুধুই রসিকতা।’ ফিঞ্চ রসিকতা করলেও জানিয়েছেন যে সত্যিই পরের গ্রীষ্মে অস্ট্রেলিয়ান টি-টোয়েন্টি লিগে দেখা যেতে পারে বাবরকে। ফিঞ্চ বলেন, ‘আমাদের ঘরোয়া প্রতিযোগিতায় আরও বিশ্বমানের খেলোয়াড় থাকাটা দারুণ হবে। বাবর ওয়ানডে এবং টি-টোয়েন্টি ক্রিকেটে দীর্ঘ সময়ের জন্যই যে কারো মতোই ভাল। বাবর আজম যদি বিগ ব্যাশ খেলতে চায়, তবে যেকোনো দলই তাকে পেতে চাইবে।’ শুধু বাবর আজম নয়, পাকিস্তানের পেস আক্রমণের মূল ভরসা শাহীন আফ্রিদীকেও দেখা যেতে পারে রেনেগেডসের ডেরায়। এমনটাই ইঙ্গিত দিলেন ফিঞ্চ। তিনি বলেন, ‘আমরা শাহীনের শক্তি নিয়েও কথা বলেছি। সে একজন দুর্দান্ত বোলার।’